Stock Market: আপনি যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকেন বা বিনিয়োগে উৎসাহী হন তাহলে আপনার জন্য এই সংবাদ অন্যতম বিকল্প এনে দেবে। মিউচুয়াল ফান্ডে দীর্ঘমেয়াদে বিনিয়োগের ক্ষেত্রে সবথেকে বড় ও লাভজনক উপায় হল এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। যে কোনও ফান্ডেই (SIP Investment) এই নিয়মে এসআইপি করা যায়। আর এসআইপির সবথেকে বড় সুবিধে হল বাজারের ওঠাপড়ার উপরে এতে দীর্ঘমেয়াদে (Stock Market) কোনও প্রভাব পড়ে না। আর ঝুঁকি কমিয়ে নিশ্চিন্তভাবে এই পদ্ধতিতে বিনিয়োগ চালিয়ে যাওয়া যায়। টেকনিক্যাল ভাষায় রুপি কস্ট অ্যাভারেজিংয়ের সুবিধে পাওয়া যায় এসআইপিতে।
এই নিয়ম অনুসারে বিনিয়োগকারীরা নির্দিষ্ট সময়ের মেয়াদে বিভিন্ন মূল্যে একই সম্পদের ইউনিট কেনেন। আর এই এসআইপির মাধ্যমে আর্থিক শৃঙ্খলা গড়ে ওঠে। আর দীর্ঘমেয়াদে বিনিয়োগ ধরে রাখার জন্য এই মিউচুয়াল ফান্ডের এসআইপিতে ঝুঁকি অনেক কমে যায়। এমনই একটি ফান্ডে ১০ বছর ধরে মাসে ১০ হাজার টাকা করে এসআইপি চালিয়ে গেলে আজ আপনি পেতেন ৩০ লক্ষ টাকা। ১২ লাখ টাকা জমিয়েই রিটার্ন আসত ৩০ লাখ টাকা যা প্রায় দ্বিগুণেরও বেশি। ফান্ডের নাম এডেলউইস ফ্লেক্সিক্যাপ ফান্ড। এক বছরের মধ্যেই এই ফান্ডে মাসে ১০ হাজার টাকার এসআইপিতে অর্থাৎ বছরে ১ লাখ ২০ হাজার টাকার বিনিয়োগে রিটার্ন আসত ১ লাখ ১৩ হাজার টাকা। অর্থাৎ এক বছরে রিটার্ন নেগেটিভ আসত। কিন্তু টানা ১০ বছরের মেয়াদে এই ফান্ডেই দিয়েছে বিপুল মুনাফা।
৩ বছরে এই ফান্ডে মাসে ১০ হাজার টাকা করে এসআইপি করে ৩ লাখ ৬০ হাজার টাকার বিনিয়োগ হয়ে যেত ৪ লাখ ৫৯ হাজার টাকা। ৫ বছরে এই বিনিয়োগ একভাবে চালিয়ে গেলে রিটার্ন পেতেন ৯.৩৫ লক্ষ টাকা। আর ১০ বছরে এই বিনিয়োগ হয়ে যেত ২৮.০৬ লক্ষ টাকা। ২০১৫ সালে এই ফান্ড বাজারে এসেছে। সেই সময় থেকেই আজ পর্যন্ত মাসিক ১০ হাজারের এসআইপি চালিয়ে গেলে আপনি পেতেন ৩০ লক্ষ ৪২ হাজার টাকা।
এই ফান্ডের মূল বিনিয়োগ রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ইনফোসিস, এনটিপিসি, ভারতী এয়ারটেল, আলট্রাটেক, বাজাজ ফিনান্স ইত্যাদি সংস্থার স্টকে। নিফটি ৫০০ টিআরএআই বেঞ্চমার্ক সূচক অনুসারে এই ফান্ডের বিনিয়োগ পরিচালিত হয়ে থাকে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)