Realme Smartphones: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ১৫ ৫জি সিরিজ। এই স্মার্টফোন সিরিজের মধ্যে রিয়েলমি ১৫ ৫জি এবং রিয়েলমি ১৫ প্রো ৫জি - এই দুই ফোন লঞ্চ হয়েছে। দুই ফোনেই রয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আর দুটো ফোনেই রয়েছে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। রিয়েলমি ১৫ ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ প্লাস চিপসেট রয়েছে। অন্যদিকে রিয়েলমি ১৫ প্রো ৫জি ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসর। রিয়েলমি ১৫ ৫জি সিরিজের এই দুই ফোনেই রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর এবং ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর। AI যুক্ত ইমেজ এডিটিং টুলস রয়েছে রিয়েলমির এই দুই ফোনে। জানা গিয়েছে, রিয়েলমি ১৫ প্রো ৫জি ফোনের ফ্রন্ট এবং রেয়ার ক্যামেরায় ৬০ ফ্রেম পার সেকেন্ডে 4K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে।
ভারতে রিয়েলমি ১৫ ৫জি এবং রিয়েলমি ১৫ প্রো ৫জি- এই দুই ফোনের দাম কত
রিয়েলমি ১৫ ৫জি ফোনের ৮ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৭,৯৯৯ টাকা। আর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৩০,৯৯৯ টাকা।
রিয়েলমি ১৫ প্রো ৫জি ফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়ন্টের দাম ৩১,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৩৩,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৩৫,৯৯৯ টাকা। আর রয়েছে ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি ভ্যারিয়েন্টের একটি মডেল, যার দাম ৩৮,৯৯৯ টাকা।
ভারতে রিয়েলমি ১৫ ৫জি সিরিজের এই দুই স্মার্টফোনের বিক্রি শুরু হতে চলেছে আগামী ২০ জুলাই থেকে। রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট, ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে অনলাইনে কেনা যাবে। আর অফলাইনে কেনা যাবে বিভিন্ন রিটেল স্টোর থেকে।
নির্দিষ্ট ব্যাঙ্কের ক্ষেত্রে রিয়েলমি ১৫ প্রো ৫জি ফোন কেনার সময় ক্রেতারা ৩০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার পেতে পারেন। অন্যদিকে রিয়েলমি ১৫ ৫জি ফোনের ক্ষেত্রে ক্রেতারা পাবেন ২০০০ টাকা পর্যন্ত ছাড়। এর পাশাপাশি এই দুই ফোনের ক্ষেত্রেই থাকতে চলেছে এক্সচেঞ্জ অফারের সুবিধা। তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ১৫ ৫জি এবং রিয়েলমি ১৫ প্রো ৫জি ফোন।