মুলতান: লাল বলের ক্রিকেটে দিন দিন পাকিস্তানের অবস্থা যেন আরও খারাপ হচ্ছে। ঘরের মাঠে পর পর হেরেই চলেছেন শান মাসুদরা। বাংলাদেশের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হতে হয়েছিল। ইংল্যান্ডের বিরুদ্ধেও প্রথম টেস্টেও (PAK vs ENG 1st Test) জুটল হার, তাও আবার ইনিংসে। প্রথম টেস্ট ম্যাচের (PAK vs ENG 1st Test) শেষ দিন হতাশাজনক ব্যাটিং পারফরম্যান্সেই ইনিংস ও ৪৭ রানে হারেন পাকিস্তান। তৈরি হয় রেকর্ড।
অবিশ্বাস্য লাগলেও পরাজিত পাকিস্তান দল প্রথম ইনিংসে ব্যাট করে ৫৫৬ রান করেছিল। তারপরেও তাঁদের ইনিংসে হারতে হল। এমন ঘটনা টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে আগে ঘটেনি। কোনও দল এর আগে পাঁচশো রানের গণ্ডি পার করার পরেও, ইনিংসে হারেনি। এই অযাচিত রেকর্ডটির মালিক বর্তমানে পাকিস্তান।
পাকিস্তান প্রথম ইনিংসে ৫৫৬ রান তোলার পর ইংল্যান্ডের হয়ে জো রুট ডাবল ও হ্যারি ব্রুক ট্রিপল সেঞ্চুরি হাঁকান। দুইজনে রেকর্ড ৪৫৪ রানের পার্টনারশিপ। এর সুবাদেই ইংল্যান্ড সাত উইকেটের বিনিময়ে ৮২৩ রান তোলে। তবে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটিং একেবারেই আশানুরূপ পারফর্ম করতে পারেনি। সলমন আগা ৬৩ রান ও আমির জামাল ৫৫ রানের ইনিংসে লড়াই করেন বটে।
তবে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান, অধিনায়ক শান মাসুদ ১১ রানই যোগ করতে পারেন মাত্র। বাবর আজম আবারও বড় রান করতে ব্যর্থ। তাঁর সংগ্রহ মাত্র পাঁচ রান। জ্যাক লিচ ইংল্যান্ডের হয়ে সর্বাধিক চারটি উইকেট নেন দ্বিতীয় ইনিংসে। মাত্র ২২০ রানেই শেষ হয় ইনিংস। দুরন্ত জয় পায় ইংল্যান্ড।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে রোহিতকে পাবে না ভারতীয় দল? ভাগ্য খুলবে বাংলার ক্রিকেটারের?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে রোহিতকে পাবে না ভারতীয় দল? ভাগ্য খুলবে বাংলার ক্রিকেটারের?