Share Market: সোমবার সবুজ সঙ্কেত দেখিয়ে বন্ধ হয়েছিল বাজার, সেনসেক্স বেড়েছিল প্রায় ১২৪১ পয়েন্ট। আর মঙ্গলবারেই ফের ধস বাজারে। ৮০০ পয়েন্ট নিচে নেমে গেল সূচক। কিন্তু পতনের বাজারে বিপুল মুনাফা করল বেশ কিছু সংস্থার স্টকে (Top Gainers)। HPCL, BPCL সহ আরও অন্যান্য তেল ও গ্যাস সরবরাহকারী সংস্থার শেয়ারে উর্ধ্বগতি লক্ষ করা গেল এদিন।
কোন স্টক কত বাড়ল ?
এদিনের বাজারে তেল এবং গ্যাস সরবরাহকারী সংস্থার শেয়ার এদিন বাজারে প্রায় ২ শতাংশেরও বেশি বেড়েছে। HPCL বেড়েছে ৭ শতাংশ, BPCL ৪ শতাংশের বেশি, Petronet শেয়ার বেড়েছে ৪ শতাংশ, IOC-র শেয়ারের দামে ৩ শতাংশ উর্ধ্বগতি, ONGC বেড়েছে ২ শতাংশ এবং GAIL এর শেয়ারের দাম বেড়েছে প্রায় ২ শতাংশ।
HPCL-এ মুনাফা
মঙ্গলবার HPCL-এর শেয়ারের দাম এর ৫২ সপ্তাহের সর্বোচ্চ উচ্চতা ছুঁয়ে ফেলেছে, এদিনের বাজারে এই শেয়ারের দাম দাঁড়ায় ৪৭৫.৭৫ টাকা। জানুয়ারি মাসে প্রায় ২০ শতাংশ বেড়ে যায়। জানা গিয়েছে দীর্ঘ ৫ বছর পরে এই সংস্থায় (Top Gainers) বিনিয়োগ করেছে ONGC। এর আগে নভেম্বর মাসেই এই শেয়ার বেড়েছিল ৪০ শতাংশ, ডিসেম্বর মাসে ফের ১৫ শতাংশ বাড়ে এই স্টক এবং তারপর জানুয়ারি মাসেও বৃদ্ধির ধারা অব্যাহত থাকে। HPCL-এ প্রায় ৫৪.৯ শতাংশ স্টেক নিয়েছে ONGC।
IOCL-এ মুনাফা
বিগত ৩ মাসে এই সংস্থার শেয়ার প্রায় ৬৯ শতাংশ বেড়েছে। এক মাসের হিসেবে এই স্টকের দাম বেড়েছে প্রায় ১৩.০৬ শতাংশ। শেষ এক বছরে ইন্ডিয়ান অয়েলের শেয়ার বেড়েছে ৮১ শতাংশ আর শেষ তিন বছরে এই শেয়ারে যারা বিনিয়োগ করেছেন তারা ১৩৬ শতাংশ রিটার্ন পেয়েছেন।
ONGC-র শেয়ারে লাফ
গতকাল সোমবারের বাজারে এই স্টকের (Top Gainers) দাম ৫২ সপ্তাহের সর্বোচ্চ সীমা ছুঁয়ে ফেলে। ৬.১ শতাংশ বেড়েছিল এই শেয়ার। বিগত ৫ দিনে ৩.৭৯ শতাংশ রিটার্ন দিয়েছে এই সংস্থা। তবে এদিনের বাজারে লাল সঙ্কেতে বন্ধ হয়েছে এই সংস্থার শেয়ার।
আজকের বাজার কেমন
বম্বে স্টক এক্সচেঞ্জের মার্কেট ক্যাপ আজ নেমে এসেছে প্রায় ৩৭৫.৩৮ লক্ষ কোটি টাকায়। বিনিয়োগকারীদের সম্পদের পরিমাণ কমে গিয়েছে ১.৭৫ কোটি টাকা। প্রায় সবই সূচকেই আজ লাল সঙ্কেত ছিল। কনজিউমার, এমএফসিজি, ব্যাঙ্ক নিফটি সবই কমেছে আজকের বাজারে। তবে নিফটি পিএসইউ ব্যাঙ্কের সূচক বেড়েছে ০.৯৬ শতাংশ।
আরও পড়ুন: Stock Market Closing: বাজেটের আগে বড় পতন, সেনসেক্স কমল ৮০০ পয়েন্ট, এই স্টকগুলিতে আজ গতি