Motorola Smartphone: ১০ হাজার টাকার কমে ভারতে হাজির মোটোরোলার (Motorola) নতুন স্মার্টফোন (Smartphone)। সদ্যই লঞ্চ হয়েছে মোটো জি২৪ পাওয়ার (Moto G24 Power)। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। এছাড়াও মোটোরোলা 'জি' সিরিজের ফোনে রয়েছে ৯০ হার্টজ ডায়নামিক রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে। এই ফোন জলের সহজে নষ্ট হবে না। এটি একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। মোটো জি২৪ পাওয়ার ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সলের মেন সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
ভারতে মোটো জি২৪ পাওয়ার ফোনের দাম এবং কোথা থেকে কেনা যাবে ও কী কী রঙে
মোটো জি২৪ পাওয়ার ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৮৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। গ্লেসিয়ার ব্লু এবং ইঙ্ক ব্লু- এই দুই রঙে লচ হয়েছে মোটোরোলা 'জি' সিরিজের এই ফোন। আগামী ৭ ফেব্রুয়ারি ভারতীয় সময় দুপুর ১২টা থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং মোটোরোলা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ও দেশের বিভিন্ন রিটেল স্টোর থেকে। মোটো জি২৪ পাওয়ার ফোনে থাকছে লঞ্চ অফার। পুরনো ফোনের পরিবর্তে এই ফোন কিনলে ৭৫০ টাকা এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন ক্রেতারা। তার ফলে ফোনের দাম কমে হবে ৮২৪৯ টাকা। এর পরে থাকছে ইএমআই- এর সুবিধা। ৩১৭ টাকা থেকে শুরু হবে মাসিক কিস্তি।
মোটো জি২৪ পাওয়ার ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে একনজরে দেখে নেওয়া যাক
- ডুয়াল সিমের (ইয়ানো) সাপোর্ট রয়েছে মোটো জি২৪ পাওয়ার ফোনে। এছাড়াও থাকছে অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট। এই ফোনে ৬.৫৬ ইঞ্চির একটি এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত IPS LCD ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
- মোটোরোলার এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর রয়েছে। এই ফোনের র্যামের পরিমাণ ৮ জিবি থেকে ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এই ফোন তৈরি হয়েছে 3D acrylic glass দিয়ে।
- মোটো জি২৪ পাওয়ার ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে যুক্ত রয়েছে Quad Pixel টেকনোলজি। এই ক্যামেরা মডিউলে রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফরন্ট রেয়ার ক্যামেরা সেনসর। এই ফোনের ১২৮ জিবি স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- Dolby Atmos টেকনোলজি যুক্ত স্টিরিও স্পিকার রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে TurboPower ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনের ওজন প্রায় ১৯৭ গ্রাম। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে ফোনে চার্জ দেওয়া যাবে। ৩.৫ মিলিমিতারের হেডফোন জ্যাক রয়েছে এই ফোনে।
আরও পড়ুন- ফেব্রুয়ারিতেই ভারতে আসছে Honor- এর নতুন ফোন, থাকতে চলেছে তাক লাগানো ফিচার