Share Market: এই নিয়ে টানা দু'দিন পড়ল বাজার (Stock Market) । আজ নিফটি (Nifty), সেনসেক্স (Sensex) দুই বাজারের বড় সূচকেই পতন দেখা গেছে। যদিও এই বাজারে গতি দেখিয়েছে কিছু স্টক। দেখে নিন , কোন শেয়ারগুলি (Share Market) আজ লাভের মুখ দেখেছে। 


Sensex : আজকের বাজার নিয়ে বিশেষজ্ঞদের মত
আজকের বাজার নিয়ে মতিলাল ওসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সিদ্ধার্থ খেমকা বলেন,''নিফটি পুরো সেশন জুড়ে চাপের মধ্যে ছিল তবে শেষ ঘণ্টায় কিছুটা পুনরুদ্ধারের সাক্ষী হয়েছে। মাত্র 14 পয়েন্টের ক্ষতির সঙ্গে 19,646 স্তরে বন্ধ হয়েছে এই সূচক। বিশেষ করে রিয়েলটি সেক্রে কেনাকাটার কারণে আজ কোনওক্রমে গতিতে ফেরে নিফটি।  পাওয়ার স্টকগুলি আকর্ষণীয় মূল্যায়ন ও সেক্টরে বিপুল বিনিয়োগের কারণে কিছু বুম আসে বাজারে। সামগ্রিকভাবে, আমরা বাজারে এখন সেক্টরাল রোটেশন দেখব বলে আশা করছি।''


Nifty: সপ্তাহের দিকে তাকাল সেনসেক্স 0.8 শতাংশ হ্রাস পেয়েছে। যেখানে নিফটি 0.5 শতাংশ কমেছে । বিএসই মিডক্যাপ সূচক এই সপ্তাহে 2.07 শতাংশ বৃদ্ধি পেয়েছে। যেখানে স্মলক্যাপ সূচকটি 1.18 শতাংশ বেড়েছে।


Sensex: টানা দু'দিন পড়ল বা়জার
ডোমেস্টিক ইক্যুইটি বেঞ্চমার্ক সেনসেক্স ও নিফটি শুক্রবার (28 জুলাই) নিচে শেষ হয়েছে। দুর্বল বিশ্ববাজারের ইঙ্গিতের মধ্যে টানা দ্বিতীয় সেশনে লোকসান বাড়িয়েছে ইন্ডিযান স্টক মার্কেট। সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট বলছে, "বিশ্বব্যাপী শেয়ার বাজার শুক্রবার কিছুটা হলেও থমকেছে। বিনিয়োগকারীরা জাপানের আর্থিক নীতির পদক্ষেপগুলি ভালভাবে নেয়নি। বন্ড কেনার পলিসিতে বদলের ফলে, নিক্কেই-তে বড় ধস নেমেছে। এ ছাড়াও নতুন করে মুদ্রাস্ফীতির আশঙ্কা দেখা দিচ্ছে বিশ্বের বহু দেশে। যে কারণে নতুন করে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি তাদের রেপো রেট বৃদ্ধির কথা ভাবাছে।  "


মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই সপ্তাহে ইউএস ফেড এবং ইউরোপীয় সেন্ট্রাল ব্যাঙ্ক রেপোর হার বাড়িয়েছে। আগামী সপ্তাহে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের বৈঠকে একই ঘটনা ঘটলে বিশ্বের অর্থনীতি নতুন করে বড় ধাক্কা খাবে। মূল্যবৃদ্ধি রোধে একই পথেই নামতে পারে ভারতও। তবে পরিসংখ্যান বলছে, এখনও ভারতের মুদ্রাস্ফীতির হার রিজার্ভ ব্যাঙ্কের ঘোষিত ৬ শতাংশের সীমা ছাড়ায়নি। তাই দেশে নতুন করে রেপো রেট বৃদ্ধির সম্ভাবনা কম।


এখানে 28 জুলাই ট্রেডিং সেশনে শীর্ষ লাভকারী ক্ষতিগ্রস্থ স্টকগুলির তালিকা দেওয়া হল:
Sensex:
Top gainers: NTPC, Powergrid, Mahindra & Mahindra, Bajaj Finance, and JSW Steel


Top losers: Bajaj Finserv, HDFC Bank, Tata Motors, HCL Technologies, and Tata Consultancy Services (TCS)


Nifty50:
Top gainers: NTPC, Powergrid, Apollo Hospitals, Adani Ports, and Mahindra & Mahindra


Top losers: Bajaj Finserv, HDFC Bank, BPCL, Tata Consultancy Services (TCS), and HCL Technologies


আরও পড়ুন Stock Market: LIC-ও ভরসা রেখেছে এই পেনি স্টকে,তিন বছরে ১৩৫০ শতাংশ রিটার্ন , নাম কী জানেন ?