Income Tax Saving Scheme: আয়ের বেশিরভাগ অংশ চলে যাচ্ছে আয়করে ? চেষ্টা করেও আশাপ্রদ ফল দিচ্ছে না আপনার বিনিয়োগ। তাহলে দেরি না করে দেখতে পারেন এই ৫ স্কিম। যেখানে ৮-১০ শতাংশ রিটার্নের পাশাপাশি ১.৫ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন আয়করে ছাড়। দেখে নিন ,এরকম ৫টি কর সাশ্রয়কারী প্রকল্প (Schemes For Tax Saving)।


National Pension System: সরকারি এই স্কিমে বেশি সুরক্ষা
জাতীয় পেনশন ব্যবস্থা বা এই স্কিমকে NPA স্কিমও বলা হয়। আপনি যদি সঠিক সময়ে এতে বিনিয়োগ করেন, তবে এই প্রকল্প আপনাকে বৃদ্ধ বয়সে সাহায্য় করবে। এতে, আপনি অবসর তহবিল ও পেনশন উভয়ই বেছে নিতে পারেন। এই ক্ষেত্রে অবসর তহবিলের অনুপাত ৭৫ শতাংশের বেশি হওয়া উচিত নয়। এই স্কিমে বিনিয়োগ করে আপনি আয়করের ধারা 80C এর অধীনে ১.৫ লক্ষ টাকার কর ছাড়ের সুবিধা পাবেন। এছাড়াও, 80CCD (E) ধারার অধীনে ৫০ হাজার টাকার অতিরিক্ত ছাড় পাওয়া যায়। এই ক্ষেত্রে আপনি মোট ২ লাখ টাকার সর্বোচ্চ কর ছাড়ের সুবিধা নিতে পারেন।


Post Office Term Deposit: পোস্ট অফিস টার্ম ডিপোজিট স্কিম
পোস্ট অফিসে কেন্দ্রীয় সরকার বিভিন্ন স্কিম চালায়। এতে পোস্ট অফিস টার্ম ডিপোজিট স্কিম আপনার জন্য খুবই উপকারী হতে পারে। এতে বিনিয়োগ করলে গ্রাহকদের ৭ দশমিক ৬০ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। আপনি সর্বোচ্চ ৫ বছরের জন্য এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। এছাড়াও, টার্ম ডিপোজিট স্কিমে বিনিয়োগ করলে আপনাকে আয়করের ধারা 80C এর অধীনে ১.৫ লক্ষ টাকা ছাড় দেওয়া হয়। এর পাশাপাশি ভালো রিটার্নও পাওয়া যায়।


Public Provident Fund: পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম
পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমও এক ধরনের সরকারি স্কিম। এতে বিনিয়োগ করে আপনি ১৫ বছর মেয়াদে দারুণ রিটার্নের সুবিধা নিতে পারেন। আপনি যেকোনও সরকারি ব্যাঙ্ক বা পোস্ট অফিসে গিয়ে আপনার অ্যাকাউন্ট খুলতে পারেন। এই স্কিমে ৭.১০ শতাংশ সুদের হারের সুবিধা পাওয়া যায়। আপনি এই স্কিমে ৫০০ টাকা থেকে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। এই স্কিমেও আপনি আয়করের ধারা 80C-এর অধীনে ১.৫ লক্ষ টাকা ছাড়ের সুবিধা পাবেন।


ELSS Mutual Fund
ভাল রিটার্নের সঙ্গে কর ছাড়ের সুবিধা পেতে আপনি ELSS মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এতে বিনিয়োগ করলে আপনি আয়করের ধারা 80C-এর অধীনে ১.৫ লক্ষ টাকা ছাড় পাবেন। এতে আপনাকে কমপক্ষে ৫ বছর বিনিয়োগ করতে হবে। আপনি এই স্কিমে ৩ বছরের জন্য বিনিয়োগ করে ১.৫  লক্ষ টাকা পর্যন্ত কর সাশ্রয় সুবিধা পেতে পারেন। এতে আপনি ১০ শতাংশের বেশি রিটার্ন পাবেন। 


Voluntary Provident Fund: স্বেচ্ছাসেবী ভবিষ্যৎ তহবিল
আপনি স্বেচ্ছাসেবী ভবিষ্যৎ তহবিল স্কিমেও বিনিয়োগ করতে পারেন। তবে এক্ষেত্রে বিনিয়োগের কোনও সীমা নেই। এতে বিনিয়োগ করে আপনি আয়করের ধারা 80C এর অধীনে ১.৫ লক্ষ টাকা ছাড় পাবেন। আপনি যদি চান স্বেচ্ছাসেবী ভবিষ্যৎ তহবিলে আপনার মূল বেতনের ১০০ বিনিয়োগ করতে পারেন। এই স্কিম আপনাকে ৮.১০ শতাংশ হারে রিটার্ন দেবে, যা আপনার অবসর তহবিল হিসাবে সুবিধা দেবে।


SBI Alert: সাবধান ! স্টেট ব্যাঙ্কের নামে আসছে এই বার্তা, গুরুত্ব দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট