Electric Bikes In India: এপ্রিলেই শুরু হয়ে যাচ্ছে ডেলিভারি। দেশের রাস্তায় দেখা যাবে Tork Kratos। প্রথমে পুনে থেকে এই গাড়ির ডেলিভারি শুরু করবে কোম্পানি।    


Tork Kratos electric: কোন মডেলের কত দাম ? 
এই নতুন ইলেকট্রিক মোটরসাইকেলের এক্স-শোরুম প্রাইস রাখা হয়েছে 1,92,499 টাকা (এক্স-শোরুম, পুনে)। বাইকে ভর্তুকির পরে এর দাম দাঁড়ায় 1.22 লক্ষ টাকা। তবে কেবল এন্ট্রি লেভেল ক্রাটোস ভ্যারিয়েন্টেই এই দাম পাবেন ক্রেতা। ভর্তুকির আগে কিনতে Kratos R এর দাম পড়বে 2.07 লক্ষ টাকা। 


Electric Bikes In India: কতটা শক্তিশালী এই বাইক ?
এই বাইকের স্ট্যান্ডার্ড ভার্সনটি 7.5kW আউটপুট বা 10bhp এর বেশি শক্তি দিয়ে থাকে। এর R ভ্যারিয়েন্টে 9kW পাওয়ার আছে। 4kWH লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে বাইকে। কোম্পানির দাবি, এর রেঞ্জ 180km। এই বাইকে IP67 জল প্রতিরোধী ব্যবস্থা রয়েছে। অটো ব্লগারদের ধারণা, ইকো মোডে এই বাইক প্রায় 120 কিমি প্লাস রেঞ্জ দিতে পারে। এই বাইকের R ভ্যারিয়েন্টে দ্রুত চার্জ করার ক্ষমতাও রয়েছে। যার অর্থ, এক ঘণ্টায় 0-80 শতাংশ চার্জ করার ক্ষমতা ধরে Tork Kratos electric। 


Tork Kratos electric: পেট্রল বাইক না টর্ক ক্রাটোস
আপনি এই দামে চাইলেই অন্যান্য প্রচলিত মোটরসাইকেল পেতে পারেন। অন্যথায় বৈদ্যুতিক চালিত স্কুটারগুলি একটি সম্ভাব্য বিকল্প হতে পারে। তবে টর্ক ও অন্যান্য ইলেকট্রিক প্লেয়ারদের মধ্যে একটা পার্থক্য রয়েছে। টর্ক তার মোটর ও ব্যাটারি প্যাকটি ঘরে তৈরি করেছে। সেই কারণেই এই বাইক বাজারে আসতে দীর্ঘ সময় নিয়েছে। 


বর্তমানে বৈদ্যুতিক স্কুটারের চাহিদা বাড়ছে দেশের বাজারে। এবার সেই জায়গায় ঢুকতে চাইছে ইলেকট্রিক বাইকও। সম্প্রতি এই ইলেকট্রিক বাইকের শ্রেণিতে দেখা গিয়েছে বেঙ্গালুরু ভিত্তিক কোম্পানি ওবেন রর-কে। টর্ক ছাড়াও এই ফিল্ডে নেমেছে ওবেন।


আরও পড়ুন: Suzuki V-Strom SX: বাজেটের মধ্যে পাবেন অ্যাডভেঞ্চার ট্যুরার, সুজুকি আনল এই বাইক