নবি মুম্বই : সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বোলারদের মাপা বোলিংয়ের সামনে হাত খুলে খেলার চেষ্টা করতে গিয়ে নিয়মিত ব্যবধানে পড়ল উইকেট। মঈন আলি (৪৮) ছাড়া সেভাবে বড় রান করতে পারলেন না কেউ-ই। মাঝে আম্বাতি রায়াড়ু (২৭) ও শেষপর্বে অধিনায়ক রবীন্দ্র জাদেজার (২৩) লড়াইয়ের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান তুলল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ব্যাট হাতে ফের একবার ব্যর্থ হয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি (৩) (Mahendra Singh Dhoni)।


সিএসকে-র ইনিংস শুরুর কিছুক্ষণের মধ্যে সাজঘরে ফেরেন রবীন উথাপ্পা (১৫)। তাঁর ও আম্বাতি রায়াডুর (২৭) গুরুত্বপূর্ণ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর (২/২১)। হায়দরাবাদের পক্ষে ২ টি উইকেট নেন টি নটরাজনও (২/৩০) । চেন্নাইয়ের অফর ওপেনার রুতুরাজ গায়কোয়াড় (১৬) ও শিবম দুবের (৩) উইকেট নেন তিনি। সিএসকে-র পক্ষে তিন নম্বরে ব্যাট করতে নেমে দলকে টানেন মঈন আলি। ৩৫ বলে ৩টি চার ও ২ টি ছক্কার সাহায্যে ৪৮ রানের ইনিংস খেলেন তিনি। ব্যাট হাতে মহেন্দ্র সিংহ ধোনি (৩) ব্যর্থ হলেও শেষপর্বে চেন্নাই অধিনায়ক রবীন্দ্র জাদেজার (২৩) ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে লড়াকু ১৫৪ রান তোলে চেন্নাই।






 


আরও পড়ুন- মদ্যপ অবস্থায় ১৫ তলার বারান্দা থেকে চাহালকে ঝুলিয়ে রেখেছিলেন সতীর্থ! কড়া শাস্তির দাবি শাস্ত্রী-সহবাগদের