Toyota Fortuner New Model: দেশের বাজারে এবার ফরচুনারের আরও একটি ভ্যারিয়েন্ট আনল Toyota। নতুন টপ-স্পেক ভ্যারিয়েন্ট, GR Sport (GRS)-এর ভারতীয় বাজারে দাম রাখা হয়েছে 48.43 লক্ষ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। টয়োটা ফরচুনার জিআর স্পোর্ট স্ট্যান্ডার্ড 4X4 ফরচুনার লিজেন্ডের চেয়ে 3.8 লক্ষ টাকা বেশি দামি।
Toyota Fortuner GR Sport: কতগুলি রঙে পাওয়া যাবে গাড়ি ?এই নতুন SUV দুটি রঙে পাওয়া যাবে। যার মধ্যে হোয়াইট পার্ল ক্রিস্টাল ও অ্যাটিটিউড ব্ল্যাক রয়েছে। এটি বেশ কিছু যান্ত্রিক ও কসমেটিক আপডেটের পর বাজারে আনা হয়েছে। টয়োটা ফরচুনার লিজেন্ড 4X2 ও 4X4 অটোমেটিক ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। যেখানে নতুন GR স্পোর্ট সম্পূর্ণরূপে 4X4 অটোমেটিক ভ্যারিয়েন্টে পাবেন।
Toyota Fortuner New Model: কোথায় আলাদা এই মডেল ?টয়োটা ফরচুনার লিজেন্ডের উপর ভিত্তি করে নতুন ফরচুনার জিআর স্পোর্ট তৈরি করা হয়েছে। সামনে অনেকটাই বদল করা হয়েছে ফেসিয়াতে। যেখানে নতুন এয়ার ড্যাম, নতুন ফগ ল্যাম্প ক্লাস্টার ও জিআর ব্যাজিং-সহ একটি নতুন বাম্পার পাবেন। পাশে রয়েছে ডুয়াল-টোন অ্যালয় হুইল। পিছনে টেল-ল্যাম্পে একট নতুন বাম্পার-সহ রানিং বডি কালার পাওয়া যাবে নতুন গাড়িতে। এছাড়াও ফরচুনার GR-S-এ GR লোগো সহ লাল ব্রেক ক্যালিপার পাবেন।
Toyota Fortuner GR Sport: কেমন দেখতে কেবিন ?এই গাড়ির কেবিনে কালো চামড়ার অন্দরসজ্জা ব্যবহার করা হয়েছে। হেডরেস্টে GR লেখা, পুশ স্টার্ট/স্টপ বটনেও GR লেটার, GR লোগো সহ একটি মাল্টি-ফাংশনাল স্টিয়ারিং হুইল পাবেন ক্রেতা। অন্যান্য সরঞ্জামের তালিকায় রয়েছে একটি 8-ইঞ্চি টাচস্ক্রিন, একটি JBL সাউন্ড সিস্টেম, কানেকটেড কার টেকেনোলজি, ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল ও জেসচার-কন্ট্রোল টেলগেট।
Toyota Fortuner New Model: কী ইঞ্জিন রয়েছে গাড়িতে ? ফরচুনারের এই নতুন ভ্যারিয়েন্টে 2.8-লিটার ডিজেল ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 3000-3400 rpm-এ 201 hp শক্তি ও 1600-2800 rpm-এ 500 Nm পিক টর্ক জেনারেট করে৷ এই ইঞ্জিনে একটি 6-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক ট্রান্সমিশন পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড মডেলেই এতে 4W-ড্রাইভ রয়েছে।
আরও পড়ুন : Apple Car: চালক লাগবে না গাড়িতে, অটোমেটিক চলবে অ্যাপলের এই ইলেকট্রিক কার