কলকাতা: ‘অশনি’র (Cyclone Asani) টানে কি এবার রাজ্যে আগেই আসবে বর্ষা (Moonsoon)? আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) সূত্রে খবর, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আন্দামান সাগরে ১৫ মে-র মধ্যে প্রবেশ করতে পারে। এর প্রভাবে রাজ্যে নির্দিষ্ট সময়ের আগেই বর্ষা আসতে পারে বলে অনুমান আবহবিদদের। আন্দামান সাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের নির্ধারিত সময় ২১ থেকে ২২ মে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজও দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল থেকে বৃষ্টি কমবে। বাড়বে তাপমাত্রা। সেইসঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। তবে উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা।
অশনির অবস্থান: ঘূর্ণিঝড় অশনি (Cyclone Asani) ইতিমধ্যেই শক্তি খুইয়ে পরিণত হয়েছে নিম্নচাপে (Depression)। এই মুহূর্তে তার অবস্থান অন্ধ্র উপকূলে। তবে অশনির প্রভাব পড়েছে বঙ্গেও। কলকাতার কোনও কোনও জায়গায় সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। আগামী কয়েকঘণ্টা কলকাতা ছাড়াও হাওড়া (Howrah), উত্তর (North 24 Pargana) ও দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana) এবং পূর্ব মেদিনীপুরে (East Midapur) বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Office)।
কখনও রোদ্দুর। কখনও বা মেঘলা। কখনও কয়েক পশলা, কখনও মুষলধারে। অশনির পরোক্ষ প্রভাবে, সকাল থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে শক্তি খুইয়ে, গভীর নিম্নচাপ থেকে নিম্নচাপে পরিণত হয়েছে সে। অবস্থান করছে, অন্ধপ্রদেশের উপকূলে।
আগামী ১২ ঘণ্টায় সেটি আরও দুর্বল হয়ে ওই এলাকাতেই অবস্থান করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এর প্রভাবে দক্ষিণবঙ্গে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, সতর্কতার জন্য, মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। রবিবার পর্যন্ত ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: North 24 Parganas Weather Update: আজ কত উত্তর ২৪ পরগণার তাপমাত্রা?