Maruti-Toyota hybrid SUV: পেট্রল, ডিজেলে হাত পুড়ছে গ্রাহকের। বেগতিক দেখে এখন ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকছে দেশ। যদিও বৈদ্যুতিক গাড়ির দাম বেশি হওয়ায় এখন চারচাকায় বিকল্প খুঁজছে ভারতীয়রা। দেশবাসীর সেই চাহিদার কথা মাথায় রেখেই আসতে চলেছে টয়োটা-মারুতির নতুন হাইব্রিড এসইউভি।   


Toyota-Maruti hybrid SUV: কাদের সঙ্গে প্রতিযোগিতা ?
আর বেশি দিন বাকি নেই। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৩ সালেই দেশের বাজারে চলে আসবে ভারতের জন্য নতুন হাইব্রিড এসইউভি। ক্রেটার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে Toyota-Maruti-র এই এসইউভি। মারুতির সাহায্য নিয়ে ভারতে নতুন এই গাড়ি আনতে চলেছে টয়োটা। শোনা যাচ্ছে, মারুতির সংস্করণ আগে বাজারে আসবে। পরে ওই একই গাড়ি বদলে আনবে টয়োটা। এটি একটি সম্পূর্ণ নতুন SUV যা 4 মিটার প্লাস সেগমেন্টকে টার্গেট করে করা হচ্ছে। এই এসইউভি বাজারে এলে Hyundai Creta, Volkswagen Taigun, Skoda Kushaq ও MG Astor-এর মতো প্রতিদ্বন্দ্বীদের সাথে হবে মোকাবিলা। 


Maruti-Toyota hybrid SUV: বাইরে থেকে দেখতে কেমন ?
অটোসাইটগুলোর রিপোর্ট বলছে, মারুতি-টয়োটা এসইউভি আয়তনে অন্যান্য মিডসাইজ এসইউভিগুলির তুলনায় বড় হবে। তবে এই গাড়ি দৈর্ঘ্যে, প্রস্থ্যে ক্রেটার মাপে হতে পারে। এই নতুন গাড়ি, SUV S-Cross-এর পরিবর্তে আনছে মারুতি।নিজেদের ফ্ল্যাগশিপ মডেল হিসাবে ব্যবহার করা হবে এই হাইব্রিড এসইউভি।


পিছিয়ে থাকবে না টয়োটা। ফরচুনারের নিচের বিভাগে ক্রেতা টানতে এই গাড়িকে ব্যবহার করবে তারা। উভয় এসইউভি বাহ্যিক দিক থেকে সম্পূর্ণ ভিন্ন হবে। টয়োটাতে ক্রেতারা পাবেন আরও আগ্রাসী ডিজাইন। স্টাইলিং অনুসারে এসইউভিগুলি আক্রমণাত্মক হবে। তবে তাদের নিজস্বতা বজায় থাকবে। ডিআরএল সহ 16-17 ইঞ্চি অ্যালয়, এলইডি হেডল্যাম্প এই হাইব্রিড এসইউভিতে দেখতে পাবেন ক্রেতা। 


Maruti-Toyota hybrid SUV: গাড়ির অন্দরসজ্জায় নতুন কী ?
গাড়ির ভিতরে বড় টাচস্ক্রিন ও একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ও সম্ভবত টাচ এসি কন্ট্রোল, ওয়্যারলেস চার্জিং ও একটি প্যানোরামিক সানরুফ দেখতে পাবেন ক্রেতা। উভয় SUV-তে কানেকটেড কার টেকনোলজি ছাড়াও একটি 360 ডিগ্রি ক্যামেরা থাকবে। নতুন Baleno-র ইনফোটেইনমেন্ট সিস্টেম দেখা যেতে পারে এই গাড়িতে। 


Maruti-Toyota hybrid SUV: কেমন হবে ইঞ্জিন ?
শোনা যাচ্ছে, বেস ভ্যারিয়েন্টে নতুন গিয়ারবক্স সহ একটি 1.5l পেট্রল ইঞ্জিন থাকবে গাড়িতে। যেটি নতুন ব্রেজাতেও দেখা যাবে। শোনা যাচ্ছে, এই গাড়ির হাইব্রিড সংস্করণ আনবে টয়োটা ও মারুতি। তবে ইভি সংস্করণ থাকবে না। নতুন আরবান ক্রুজার/ব্রেজার মতোই আগামী বছর আসার কথা এই এসইউভির।