কলকাতা: সদ্যই ভারতে নতুন এসইউভি লঞ্চ করেছে টয়োটা (Toyota) সংস্থা। তাদের আর্বান ক্রুজার হাইরাইডার (Toyota Urban Cruiser Hyryder) নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে গাড়ির বাজারে। অনেকেই এই কমপ্যাক্ট এসইউভি (Compact SUV) কেনার আগ্রহও প্রকাশ করেছেন। মারুতির সঙ্গে একজোট হয়ে এই গাড়ি নির্মাণ করেছে টয়োটা সংস্থা। গাড়ি বিশেষজ্ঞরা বলছেন, হুন্ডাই ক্রেটা এবং কিয়া সেলটসের মতো গাড়ির সঙ্গে জোরদার প্রতিযোগিতায় নামবে টয়োটা আর্বান ক্রুজার হাইরাইডার কমপ্যাক্ট এসইউভি। যাঁরা এর মধ্যেই ভেবে ফেলেছেন যে এই গাড়ি কিনবেন, তাঁরা একঝলকে দেখে নিন এই গাড়ির গুরুত্বপূর্ণ বেশকিছু বৈশিষ্ট্য, যেদিকে আপনাকে নজর দিতেই হবে।


গাড়ির আকার-আয়তন


টয়োটা আর্বান ক্রুজার হাইরাইডার কনপ্যাক্ট এসইউভি ৪৩৬৫ মিলিমিটার লম্বা এবং ১৭৯৫ মিলিমিটার চওড়া। দুর্দান্ত লুক রয়েছে এই গাড়ির। তবে এই গাড়ির ছাদের অংশ নিচু, অর্থাৎ গাড়ির উচ্চতা খুব বেশি নয়। এছাড়াও টয়োটার এই নতুন গাড়ির double DRL lighting এবং two part grille ও LED headlamp চোখে পড়ার মতো। এর পাশাপাশি এই গাড়িতে রয়েছে একটি skid plate এবং ডুয়াল টোনের একটি floating roof।


গাড়ির ভিতরের অংশ


টয়োটার এই নতুন এসইউভিতে ভিতরের কেবিনে রয়েছে সফট লেদারের টাচ। এছাড়াও রয়েছে একটি প্যানোর‍্যামিক সানরুফ। মাথার উপরে যাত্রীদের জন্য থাকছে একটি ডিসপ্লে। এর পাশাপাশি ক্লাইমেট কন্ট্রোল, কার কানেক্টেড টেকনোলজি, ৩৬০ ডিগ্রি ভিউ ক্যামেরা--- এই সমস্ত ফিচার দেখা যাবে টয়োটা আর্বান ক্রুজার হাইরাইডার কমপ্যাক্ট এসইউভিতে।


ইঞ্জিন ও সংযুক্ত ফিচার


টয়োটার নতুন এসইউভি গাড়িতে রয়েছে AWD ফিচার। অন্যান্য এসইউভির ক্ষেত্রে এই AWD ফিচার দেখা যায় না। ম্যানুয়াল ১.৫১ মাইল্ড হাইব্রিড পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে এই ফিচার লক্ষ্য করা যায়। এর সঙ্গে রয়েছে একটি ৬ স্পিড অটোম্যাটিক প্যাডেল শিফটার। এই হাইব্রিড ইঞ্জিন ১১৩ বিএইচপি শক্তি উৎপন্ন করতে পারবে। এই গাড়ি প্রতি লিটার জ্বালানিতে ২৬ থেকে ২৮ কিলোমিটার সফর করতে পারবে বলে মনে করা হচ্ছে। এখানে থাকছে একটি ই-ড্রাইভ ট্রান্সমিশনও। শহরের ট্রাফিকে নির্দিষ্ট গতির কমে চললে এই গাড়ি ইলেকট্রিক মোডেও চলতে পারবে।


দাম


১.৫১ পেট্রোল ম্যানুয়াল ইঞ্জিনের ক্ষেত্রে গাড়ির দাম ১১ লক্ষ টাকার আশপাশে হতে পারে। তবে হাইব্রিড ইঞ্জিনের ক্ষেত্রে গাড়ির দাম ২০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।


আরও পড়ুন- টয়োটা আর্বান ক্রুজার হাইরাইডারের সঙ্গে হুন্ডাই ক্রেটা এবং কিয়া সেলটসের ফারাক কোথায়, মিলই বা কী কী