সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর: জাতীয় সড়ক ধরে প্রবল গতিতে যাচ্ছে একটি লরি। তার ঠিক পিছনে পিছু ধাওয়া করছে একটি বনবিভাগের Forest Department) গাড়ি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের ৩৪ নম্বর জাতীয় সড়কে (National Highway) দেখা গেল এমনই একটি ছবি। ফিল্মি কায়দায় তাড়া করার পর,ইটাহারের কাছাকাছি এলাকায় লরিটিকে ওভারটেক করে সামনে দাঁড়িয়ে পড়ে বনবিভাগের গাড়িটি। তারপর লরিটি তল্লাশি করতেই বেরিয়ে এল মূল্যবান বার্মা সেগুন কাঠ বা বার্মা টিক। এমনই ঘটনা ঘটল উত্তর দিনাজপুরে। উদ্ধার হওয়া বার্মা সেগুন কাঠের বাজারদর পঞ্চাশ লক্ষ টাকার আশেপাশে। গ্রেফতার (Arrest) করা হয়েছে লরির চালককে। কাঠ পাচার রুখতে রায়গঞ্জ বনবিভাগের এই সাফল্যে খুশির হাওয়া বনদফতরে।  


আগেই ছিল খবর:
সূত্রের খবর, মূল্যবান কাঠ পাচারের খবর আগেই ছিল বন দফতরের কাছে। হরিয়ানার নম্বরের একটি লরিতে করে পাচার হচ্ছিল বেআইনি সেগুন কাঠ। চোখে ধুলো দিতে বাঁশের টুকরোর মাঝে মাঝে লুকিয়ে রাখা হয়েছিল বার্মা সেগুন (Burma Teak) কাঠ। শিলিগুড়ির দিক থেকে কলকাতার (Kolkata) দিকে যাচ্ছিল লরিটি। গোপন সূত্রে খবর পেয়ে রায়গঞ্জ (Raiganj) বনবিভাগের আধিকারিক ও কর্মীরা প্রথমে লরিটিকে চিহ্নিত করেন। রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে দেখা যেতেই সেটির পিছু নেন বনকর্মীরা। ওভারলোড লরিটি দেখেই নাকি সন্দেহ হয় বনকর্মীদের। সেটিকে তাড়া করা হয়। রায়গঞ্জ থেকে ইটাহার পর্যন্ত ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে তাড়া করে এসে সুযোগ বুঝে লরিটির পথ আটকে দাঁড়ায় বনবিভাগের গাড়ি।


কোথায় যাচ্ছিল?
লরির তল্লাশি শুরু হতেই মেনে কাঠ। বাঁশের খাঁজে খাঁজে লুকিয়ে রাখা হয়েছিল বার্মা সেগুন কাঠ। লরিটি ও কাঠগুলি বাজেয়াপ্ত করে নিয়ে আসা হয় রায়গঞ্জের কর্নজোড়ায় বনবিভাগের আধিকারিকের দফতরে। ধৃত লরি চালককে রায়গঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। রায়গঞ্জ বনবিভাগের বিভাগীয় আধিকারিক কমল সরকার জানিয়েছেন, লরিতে থাকা কাগজ দেখে জানা গিয়েছে এগুলো অন্ধ্রপ্রদেশের কার্নালে সরবরাহ করা হওয়ার কথা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে থেকে পিছু ধাওয়া করে ইটাহারের কাছে লরিটিকে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত করা বার্মাটিক সেগুন কাঠগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ টাকা বলে জানিয়েছেন ডিএফও। এই পাচারে আর কারা জড়িত তা জানতে তদন্ত চলছে।


আরও পড়ুন: রায়মঙ্গলে জাল ফেলতেই ২০ কেজির ভেটকি