Hydrogen Fuel: মার্কিন সংস্থা Triton Electric Vehicle ভারতে তাদের প্রথম মডেল লঞ্চ করতে চলেছে। এই সংস্থা জানিয়েছে যে, ভারতে তারা দু’চাকার (Two Wheeler) এবং তিনচাকার (Three Wheeler) যান লঞ্চ করবে যা হাইড্রোজেন জ্বালানির (Hydrogen Fuel) সাহায্যে চালিত হবে। আমেরিকার এই ইলেকট্রিক ভেহিকেল নির্মাণ সংস্থা ভারতেই গাড়িগুলি তৈরি করবে বলেও জানিয়েছে। যদিও ভারতে Triton Electric Vehicle তাদের প্রথম মডেল কবে ভারতে লঞ্চ করবে তা নিশ্চিত ভাবে জানা যায়নি। চলতি বছর মার্চ মাসের শুরুর দিকে এই সংস্থা জানিয়েছিল যে গুজরাটের ভুজ- কে তারা বেছে নিয়েছে। সেখানে প্রথম ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি তৈরি হবে। অর্থাৎ মার্কিন সংস্থা Triton Electric Vehicle ভারতে তাদের প্রথম কারখানা তৈরি করবে গুজরাটের ভুজে। সেখানেই তৈরি হবে ইলেকট্রিক দু'চাকা- তিনচাকার যান। 


Triton Electric Vehicle সংস্থার সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা হিমাংশু পটেল জানিয়েছেন, প্রাথমিক ভাবে ভারতের রাস্তায় ছুটবে তাদের সংস্থার দু'চাকার যান। খুব তাড়াতাড়িই এই যান দেখা যাবে দেশের রাস্তায়। এর পাশাপাশি তিনি একথাও জানিয়েছেন যে, তাঁদের কোম্পানি দু'চাকাএবং তিনচাকার যানের ক্ষেত্রে প্রোডাকশন ফেজ বা উৎপাদন পর্যায়ে রয়েছে। এছাড়াও তিনি জানিয়েছেন, সাধারণ মানুষকে নিউ এজ মোবিলিটি পরিষেবা প্রদান করাই তদের সংস্থার লক্ষ্য। এর পাশাপাশি হাইড্রোজেন জ্বালানি চালিত গাড়ির ক্ষেত্রে ট্রিটন সংস্থা যে বেশ এগিয়ে রয়েছে সেকথা জানাতেও ভোলেননি তিনি।


প্রথমে শোনা গিয়েছিল যে টেসলার অন্যতম প্রতিযোগী সংস্থা ট্রিটন ভারতের তেলেঙ্গানায় তাদের কারখানা নির্মাণ করবে। তবে পরে গুজরাটের ভুজকে বেছে নিয়েছে তারা। সেখানে ৬০০ একর জমির উপর সুবিশাল লাকা জুড়ে তৈরি হবে Triton Electric Vehicle- এর দু-চাকা এবং তিন-চাকার যান নির্মাণের কারখানা। জানা গিয়েছে, কারখানা তৈরি হয়ে গেলে তার আকার-আয়তন হবে তিন মিলিয়ন স্কোয়ার ফুট। 


আরও পড়ুন- বোল্ড ডিজাইনের সঙ্গে স্পোর্টি লুক, আসছে Hyundai i30