Hyundai i30: চলতি বছরে ভারতের বাজারে তাদের পণ্যের পসরা আরও বাড়াতে চলেছে দক্ষিণ কোরিয়ার অটোমেকার হুন্ডাই মোটরস। কিছুদিন আগেই ভেন্যু ফেসলিফ্টের পর প্রিমিয়াম এসইউভি হুন্ডাই টুসো লঞ্চ করেছে কোম্পানি। এবার দেশের বাজারে তাদের প্রিমিয়াম হ্যাচব্যাক i30 নিয়ে আসতে পারে Hyundai৷

Hyundai Upcoming Car: অফিশিয়াল ওয়েবসাইটে দিয়েছে তথ্যHyundai আগামী কয়েক বছরে ভারতে তার প্রিমিয়াম হ্যাচব্যাক গাড়ি Hyundai i30 আনতে পারে। i30 স্পোর্টি লুক ও সাহসী ডিজাইনের সঙ্গে নিয়ে আসবে অনেক উন্নত বৈশিষ্ট্য। কোম্পানি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে i30 সংক্রান্ত তথ্য দিয়েছে।

Hyundai i30: নতুন ডিজাইন হবে গাড়িতে

কোম্পানির ওয়েবসাইটে i30-র ছবিতে দেখা যাচ্ছে, প্রিমিয়াম হ্যাচব্যাকে স্পোর্টি ফ্রন্ট ও একটি নতুন ডিজাইন দেওয়া হয়েছে গাড়িতে। এই গাড়িটি অনেক রঙের বিকল্পে পাওয়া যাবে। গাড়িটি দুর্দান্ত টেলল্যাম্প, স্পোর্টি গ্রিল ও হেডল্যাম্প সহ চওড়া টায়ার পাবে। বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলতে গেলে, অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিসটেন্স সিস্টেম (ADAS), ওয়্যারলেস স্মার্টফোন সংযোগ, দুর্দান্ত ড্যাশবোর্ড ও  অ্যাম্বিয়েন্ট লাইট, ওয়্যারলেস চার্জিং, ব্লুলিঙ্ক সংযুক্ত গাড়ি প্রযুক্তি, বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম সহ অনেকগুলি নতুন ও প্রিমিয়াম বৈশিষ্ট্য এতে দেখা যাবে।

Hyundai Upcoming Car: শক্তিশালী ইঞ্জিন পাবে গাড়ি

Hyundai এর i30 একটি শক্তিশালী ইঞ্জিন পেতে পারে। যা 48V হালকা হাইব্রিড সিস্টেমের সঙ্গে বাজারে আসবে। এই গাড়ি ইন্টেলিজেন্ট ম্যানুয়াল ট্রান্সমিশন (iMT) বিকল্প পাবে। আশা করা হচ্ছে, নতুন i30 সেগমেন্টের অন্যান্য গাড়ির তুলনায় বেশি মাইলেজ পাবে। যদিও ভারতে এই গাড়িটি কবে লঞ্চ হবে সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।এটা বিশ্বাস করা হয় যে, i30 মাইলেজের দিক থেকে তার সেগমেন্টের বাকি গাড়িগুলির থেকে ভাল হতে পারে। বর্তমানে i20-র এই বিভাগটি ভারতে খুবই জনপ্রিয়।

আরও পড়ুন : Mahindra electric SUV: টাটাকে টক্কর দিতে ৫টি নতুন ইভি আনছে মহিন্দ্রা, ১৫ অগাস্ট দেখা যেতে পারে মডেল