Triumph Tiger Sport 660 Launch: ভারতে তাদের নতুন বাইক Tiger Sport 660 অ্যাডভেঞ্চার মডেল লঞ্চ করল Triumph Motorcycles। কোম্পানির দাবি, শক্তিশালী ইঞ্জিনের সঙ্গে এতে দেওয়া হয়েছে দুর্দান্ত স্পেকস ও ফিচার। ব্রিটিশ বাইক প্রস্তুতকারক কোম্পানির নতুন এন্ট্রি-লেভেল অ্যাডভেঞ্চার বাইক হিসাবে বাজারে এল এই বাইক।
Triumph Tiger Sport 660: কত দাম বাইকের
এই বাইকের দাম শুরু হচ্ছে 8.95 লক্ষ টাকা(এক্স-শোরুম)থেকে। Trident 660 হল এই বিভাগে সবচেয়ে বেশি বিক্রি হওয়া এন্ট্রি-লেভেল রোডস্টার। ভারতে Triumph Street Twin-এর পর ট্রায়াম্ফের দ্বিতীয় সর্বোচ্চ বিক্রি হওয়া মডেল হল Trident 660। এবার সেই শ্রেণিতেই নতুন অ্যাডভেঞ্চার বাইক আনল ট্রায়াম্ফ। ভারতে Kawasaki Versys 650 ও Suzuki V-Strom 650 XT-এর সঙ্গে হবে এই বাইকের প্রতিযোগিতা।
Triumph Tiger Sport 660: অন্যদের থেকে কোথায় আলাদা ?
নতুন টাইগার স্পোর্ট 660 ভারতে ইতিমধ্যেই বিক্রি হওয়া Trident 660-র উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যদিও এতে একটি অন্য সাবফ্রেম দিয়েছে কোম্পানি। ভ্রমণের জন্য বাইকের সাসপেনশন সেটআপ আরও উন্নত করা হয়েছে। এই বাইকে একটি বড় 17-লিটার ফুয়েল ট্যাঙ্ক, নতুন ইন্সট্রুমেন্ট কনসোল ও বিভিন্ন রাইডিং এরগোনোমিক্স পাবেন বাইকার। বাইকটিতে দুটি রাইডিং মোড থাকবে-রোড ও রেইন। এর সঙ্গে সুইচেবল ট্র্যাকশন কন্ট্রোল ও ডুয়াল-চ্যানেল ABS পাওয়া যাবে।
Triumph Tiger Sport 660: পাওয়ার কত বাইকে ?
এই বাইকের সিটের উচ্চতা 835 এমএম ও কার্বওয়েট 206 কেজি। বাইকে একটি লম্বা উইন্ডস্ক্রিন, স্টেপ-আপ স্যাডল, ইন্টিগ্রেটেড প্যানিয়ার মাউন্ট ও একটি আন্ডারবেলি এক্সজস্ট দেওয়া হয়েছে। এর ইঞ্জিনের কথা বললে, এতে একটি 660 cc, ইনলাইন-থ্রি সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 10,250 rpm-এ 80 bhp শক্তি ও 6,250 rpm-এ 64 Nm পিক টর্ক জেনারেট করতে সক্ষম হবে।
Triumph Tiger Sport 660: কী বিশেষ বৈশিষ্ট্য ?
এই বাইকের ইঞ্জিনটি একটি 6 স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। বাইকটি সামনের দিকে 310 এমএম টুইন ডিস্ক সহ দুই-পিস্টন স্লাইডিং ক্যালিপার ও সিঙ্গেল-পিস্টন ক্যালিপার পিছনের চাকায় একটি একক 255 এমএম ডিস্ক গ্রিপিং পেয়েছে। বাইকটিতে 17 ইঞ্চি অ্যালয় হুইল থাকবে।