রাণা দাস, পূর্ব বর্ধমান: বহিষ্কৃতকেই দলে ফিরিয়ে ভাইস চেয়ারম্যান করল তৃণমূল (TMC)। ঘাসফুল অন্দর সূত্রে খবর, ‘বিক্ষুব্ধ’কেই ভাইস চেয়ারম্যান করে ক্ষোভ সামালের চেষ্টার জন্য এই সিদ্ধান্ত। কালনা পুরসভার ভাইস চেয়ারম্যান হলেন তপন পোড়েল। 


কালনা পুরসভার চেয়ারম্যান হিসেবে আনন্দ দত্ত শপথ নেন। এদিকে, পাশে থাকব বলেও, শপথগ্রহণে গরহাজির ১১ বিক্ষুব্ধ কাউন্সিলর। শপথগ্রহণের আগে ১১জন বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলর বৈঠক। পুরপ্রধানের আনন্দ দত্তের অনুরোধেও শপথগ্রহণে বিক্ষুব্ধরা গরহাজির। 


প্রসঙ্গত, বিক্ষুব্ধদের সমর্থনে প্রথমে চেয়ারম্যান হয়েছিলেন তপন পোড়েল। কিন্তু বিক্ষুব্ধদের বোর্ডকে স্বীকৃতি না দিয়ে তপনকে বহিষ্কার করে তৃণমূল। পরে ক্ষমা চাওয়ার পরে তপন পোড়েলকে দলে ফেরায় তৃণমূলদলে ফিরিয়ে পদে আনা হয় বলে জানা গিয়েছে।          


আরও পড়ুন, ‘ভাগ করে খাওয়ার রাজনীতির পরিণাম রামপুরহাটকাণ্ড’, মমতার চিঠি নিয়ে পাল্টা শমীক


অন্যদিকে, বহিষ্কৃত কাউন্সিলরকে ছাড়াই খড়ার পুরবোর্ড গঠন করল তৃণমূল। বিজেপির কাউন্সিলরদের সমর্থনে চেয়ারম্যান হয়েছিলেন অদ্যুৎ মণ্ডল। বহিষ্কৃতকে ছাড়াই চেয়ারম্যান পদে শপথ নিলেন তৃণমূলের সন্ন্যাসী দোলুই। খড়ারের ১০টি ওয়ার্ডের মধ্যে ৮টিতে জিতেছিল তৃণমূল কংগ্রেস। অদ্যুত গরহাজির থাকায় ভোটাভুটিতে অংশ নেন তৃণমূলের ৭ কাউন্সিলর। 


এদিকে, কালিয়াগঞ্জ (Kaliaganj) পুরসভার (Municipality) ভাইস চেয়ারম্যান নির্বাচন ঘিরে, তৃণমূলের (TMC) কোন্দল (Inner Calash) সামনে চলে এল। দায়িত্ব না পেয়ে দলের প্রতি ক্ষোভ উগরে দিলেন ১৭ নম্বর ওয়ার্ডের ৬ বারের কাউন্সিলর। তবে ক্ষোভ আমল দিচ্ছে না তৃণমূল (TMC)। আর এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি (BJP) । তৃণমূল (TMC) কংগ্রেসের রাজ্য সম্পাদক অসীম ঘোষ জানিয়েছেন, ভিত্তিহীন বক্তব্য । এই বোর্ড ৫ বছর কালিয়াগঞ্জের উন্নয়নের স্বার্থে কাজ করবে । উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ (Kaliaganj) পুরসভার ভাইস চেয়ারম্যান কাকে করা হয়, তা নিয়ে বাড়ছিল জল্পনা। শনিবার খাম খুলে নাম ঘোষণা করতেই, সামনে চলে এল তৃণমূলের বিবাদ। নেতৃত্বকে তীব্র আক্রমণ করলেন ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বসন্ত রায়। গত পুরবোর্ডের ভাইস চেয়ারম্যান ছিলেন ওই প্রবীণ নেতা। কালিয়াগঞ্জ পুরসভার (Kaliaganj Muicipality) ভোটে তিনি টানা ৬ বার জিতেছেন। তাঁর অভিযোগ, ভাইস চেয়ারম্যান পদ নিয়ে আর্থিক লেনদেন হয়েছে।