IPO Launch: চলতি মাসের শেষেই আইপিও আনতে চলেছে ট্রাস্ট ফিনটেক (Trust Fintech IPO)। সংস্থার প্রাইসব্যান্ড ঘোষণা হয়ে গিয়েছে। সাবস্ক্রিপশন শুরু হতে চলেছে আগামী মঙ্গলবার থেকেই। এর আগে বেশ কিছু সংস্থার আইপিওতে বেশ ভাল সাড়া পাওয়া গিয়েছিল। গোপাল স্ন্যাক্সের আইপিও, মুক্কা প্রোটিনসের আইপিওতে লিস্টিংয়ের সময় বিপুল রিটার্ন মিলেছিল। হাসি ফুটেছিল বিনিয়োগকারীদের মনে। এবার এই ফিনটেক সংস্থা আইপিও আনছে বাজারে। কিনলে লাভ হবে ?


প্রাইসব্যান্ড কত


ট্রাস্ট ফিনটেক আইপিওর (Trust Fintech IPO) প্রাইসব্যান্ড রাখা হয়েছে প্রতিটি ইকুইটি শেয়ার পিছু ৯৫ টাকা থেকে ১০১ টাকার মধ্যে। এই শেয়ারের ফেসভ্যালু থাকছে ১০ টাকা।


কবে আসছে আইপিও


আগামী সপ্তাহের মঙ্গলবার অর্থাৎ ২৬ মার্চ ২০২৪ বাজারে আসছে ট্রাস্ট ফিনটেক সংস্থার আইপিও। এই আইপিওতে বিড করা যাবে আগামী ২৮ মার্চ পর্যন্ত।


লট সাইজ কত


ট্রাস্ট ফিনটেক সংস্থার আইপিওর একটি লটে থাকছে ১২০০টি শেয়ার। অর্থাৎ কেউ এই আইপিওতে বিড করতে চাইলে একবারে ১২০০টি শেয়ারের এক লট কিনতে হবে।


ইকুইটি শেয়ারের বিভাজন


২০.৮৮ লাখ ইকুইটি (Trust Fintech IPO) শেয়ার রাখা হয়েছে সাধারণ খুচরো বিনিয়োগকারীদের জন্য, ৩.১৮ লাখ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য।


কত টাকা সংগ্রহ করবে ট্রাস্ট ফিনটেক


এই সংস্থা বাজারে মোট ৬২,৮২,০০০ ইকুইটি শেয়ার বণ্টনের মধ্যে দিয়ে মোট ৬৩.৪৫ কোটি টাকা তুলতে চাইছে।


কবে অ্যালটমেন্ট


আগামী ১ এপ্রিল ট্রাস্ট ফিনটেকের আইপিওর অ্যালটমেন্ট পাওয়া যাবে। ২ এপ্রিলেই সংস্থার তরফ থেকে রিফান্ড শুরু করা হবে এবং ৩ এপ্রিল শেয়ার বাজারে নথিভুক্ত হবে এই সংস্থার শেয়ার।


এই শেয়ারের (Trust Fintech IPO) ফ্লোর প্রাইস ফেসভ্যালুর ৯.৫ গুণ এবং ক্যাপ প্রাইস ফেসভ্যালুর ১০.১ গুণ। এই ট্রাস্ট ফিনটেক সংস্থা মূলত অফশোর আইটি পরিষেবা দিয়ে থাকে। ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সার্ভিস এবং ইনসিওরেন্স সার্ভিসের ক্ষেত্রে সহায়তা করে থাকে ট্রাস্ট ফিনটেক সংস্থা। চলতি অর্থবর্ষের প্রথমার্ধে এই সংস্থার রেভিনিউ এসেছিল ১৮.৮২ কোটি টাকা এবং মুনাফা হয়েছিল ৭.২৭ কোটি টাকা। যদিও ২০২২-২৩ অর্থবর্ষে এই সংস্থার রেভিনিউ এসেছিল ২২.৫৪ কোটি টাকা এবং কর বাদে মুনাফা এসেছিল ৪.০২ কোটি টাকা।


(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Mukka Proteins IPO: লিস্টিংয়েই দারুণ সাড়া এই শেয়ারে, ৫৭ শতাংশ বাড়ল দাম- আপনার কেনা আছে ?