নদিয়া: লোকসভা ভোটের (Lok Sabha ELections 2024) আগে একদিকে বসিরহাটের সভায় তোপ দেগেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যার মধ্যে বরাবরের মতোই প্রধান যে বিষয়গুলি ছিল, তাহল কেন্দ্রীয় প্রকল্প বনাম রাজ্যের প্রকল্প। অভিষেকের সভার পরপরই নদিয়ায় তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। তবে শুধুই তৃণমূলকে এদিন তোপ দাগলেন না, করিমপুরে গিয়ে বামেদের জোর নিশানা করলেন শুভেন্দু (Suvendu Adhikari)। বললেন,' সিপিএম ত্রিপুরা থেকে উঠে গেছে।পশ্চিমবঙ্গের বিধানসভাতেও নেই। একমাত্র কেরলে টিমটিম করে জ্বলছে সিপিএম।'  


'সিপিএমকে ভোট দেওয়া মানে তৃণমূলের হাত শক্ত করা'


এদিন শুভেন্দু বলেন, 'আবার উদ্বাস্তু হতে না চাইলে নরেন্দ্র মোদিকেই দরকার, সিপিএমকে ভোট দেওয়া মানে তৃণমূলের হাত শক্ত করা। তৃণমূল মানেই চোর-ডাকাত-দুর্নীতিগ্রস্তদের দল।' প্রসঙ্গত, বছরের শুরুতেই দিল্লিতে ও বাংলায় বিরোধী জোটে পৃথক ছবি দেখা গিয়েছে। মোদির 'দিল্লিতে দোস্তি, বঙ্গে কুস্তি'-র সমীকরণ মিলিয়েই, বাংলার সভায় একইদিনে সেলিম ও অধীরের একযোগে নিশানার কথা এখনও তরতাজা। যখন বিরোধী জোট নিয়ে আলোচনা তুঙ্গে, সেইসময়ই বামেদের মুখে 'সেটিং তত্ত্ব' নিয়ে ঘাসফুল-গেরুয়া শিবিরকে তোপ দাগতে দেখা গিয়েছে। 'সেটিং' যে আছে, তা বোঝাতে তৃণমূলের শীর্ষ নের্তৃত্বকে কেন এখনও গ্রেফতার করছে না কেন্দ্রীয় এজেন্সি ? এনিয়ে বারবার বলতে শোনা গিয়েছে যাদবপুরের বর্ষীয়ান বামনেতাকেও।


বামেদের নিশানা শুভেন্দুর 


এমনকি বেশি দূর নয়, গত কয়েকবছরে যে কটি মামলা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় এজেন্সির কাছে গিয়েছে, প্রায় প্রতিটিকে বাম জমানাকে দায়ি করা হয়েছে। অন্যতম 'নিয়োগ দুর্নীতি মামলা।' তৃণমূলের প্রতিষ্ঠাতা দিবসের দিনে 'চিরকুটে চাকরি' নিয়ে তোপ দাগতে ছাড়েননি খোদ তৃণমূল সুপ্রিমো। চব্বিশের ভোট ঘোষণার পর, সদ্য ঘটনা গার্ডেনরিচকাণ্ডেও সেই বিদ্ধ করা হয়েছে বামেদেরকেই। এবার কথা হচ্ছে, ভোটের আগে কাকে করা হবে নিমজ্জিত, আর কাকে প্রশ্নমিত ? বাংলা-তথা ভারতে বামেদের ব্যাটিং বন্ধ করতে, এদিন ফের স্টেজে ঝড় তুললেন শুভেন্দু। 


আরও পড়ুন, ফের উত্তেজনা সন্দেশখালিতে, কেন TMC নেতাকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের ?


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)