TVS iQube vs Ola S1 Pro vs Ather 450 Plus: প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে এবার কোম্পানির iQube ইলেকট্রিক স্কুটারে আপডেট আনল TVS।  বিশেষ করে এবার নতুন স্কুটারে নজরে আসবে কোম্পানির 7 ইঞ্চি স্ক্রিন, একটি নতুন UI, ভয়েস অ্যাসিস্ট ও TVS iQube Alexa ইন্টিগ্রেশন।


TVS iQube: গাড়িতে এই ফিচার
এবার স্কুটারে রয়েছে OTA আপডেট, 1.5kW ফাস্ট-চার্জিং, ব্লুটুথ ও ক্লাউড কানেক্টিভিটি ছাড়াও আরও অনেক কিছু। এর টপ ভ্যারিয়েন্ট TVS iQube ST-তে পাবেন 5.1 kWh ব্যাটারি প্যাক। যা অন-রোড 140km রেঞ্জ দেয়। অন্য দুটি ভ্যারিয়েন্ট iQube S ও iQube একটি 3.4 kWh ব্যাটারি প্যাকে চলে। যা100km রেঞ্জ দিতে সক্ষম। স্পেসিফিকেশনের ভিত্তিতে জেনে নিন ওলা ও এথারের সঙ্গে তুলনায় কতটা এগিয়ে এই ইলেকট্রিক স্কুটার। 


TVS iQube vs Ola S1 Pro vs Ather 450 Plus: তিন স্কুটারের তুলনা
iQube S ও iQube ST-তে একটি 4.4kW আউটপুট পাওয়া যায়। সেখানে Ola S1 Pro-তে 8.5kW আউটপুট ও Ather-এ 5.4kW আউটপুট পাবেন। টর্কের দিকে দেখলে TVS 33Nm টর্ক দেয়। সেখানে Ather 22Nm ও Ola 58Nm-এর টর্ক দিতে সক্ষম। গুরুত্বপূর্ণ বিষয় হল iQube 140km রেঞ্জ দাবি করে। Ola S1 Pro 181 ও S1 135km রেঞ্জ দেওয়ার কথা বলে। এই বিভাগে Ather 116 কিমি রেঞ্জ দেওয়ার ক্ষমতা রাখে। অন্তত তেমনই দাবি করে কোম্পানি।। 


TVS iQube vs Ola S1 Pro vs Ather 450 Plus: তিন স্কুটারের দাম
iQube-এর বেস ও S ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 98,564 ও 1.08 লক্ষ টাকা (ভর্তুকি সহ অন-রোড দিল্লি)। সেখানে Ola S1 ও S1 Pro (এক্স-শোরুম) এর দাম 85,000 টাকা ও 1.2 লক্ষ টাকা। মনে রাখবেন, যে টপ-এন্ড iQube ST-র দাম এখনও ঘোষণা করা হয়নি। এদিকে Ather-এর দাম 1.19 লক্ষ থেকে 1.4 লক্ষ টাকা (এক্স-শোরুম)। রেঞ্জ ও পাওয়ার আউটপুট ভিন্ন হলেও, প্রকৃত রাইডিং অভিজ্ঞতা সিদ্ধান্ত নেয় কোনটি আপনার জন্য সেরা। অন্তত স্পেকসের দিকে তাকালে এথার এই তিনের মধ্যে সেরা বলতেই পারেন।


আরও পড়ুন : Jeep Meridian: সাত আসনের এসইউভি, জিপ মেরিডিয়ানের দাম ঘোষণা