কলকাতা: 'অপরাজিত'-এর (Aparajito) মুকুটে নয়া পালক। অনীক দত্ত (Anik Dutta) পরিচালিত ও জিতু কামাল (Jeetu Kamal), সায়নী ঘোষ (Saayoni Ghosh) অভিনীত এই ছবি মুক্তির আগে থেকেই একের পর এক কারণে শিরোনামে থেকেছে। ছবি মুক্তির পর ভূয়সী প্রশংসা পেয়েছে। এবার সেই তালিকায় জুড়ল আরও একটা খেতাব। আইএমডিবিতে (IMDb) বিশ্বের সমস্ত সিনেমার মধ্যে ট্রেন্ডিং 'অপরাজিত'।


'অপরাজিত'র নতুন তকমা


IMDb-এর নিয়ম অনুযায়ী, কোনও ছবি যদি মুক্তির দুই থেকে তিন দিনের মধ্যে ২০০০ ভোট পেয়ে যায় তাহলে তা ট্রেন্ডিং লিস্টে চলে আসে। এবার সেই তালিকায় নিজের জায়গা করে নিল 'অপরাজিত'। 


একইসঙ্গে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত হিসাবে 'অপরাজিত' এই বছরের প্রথম বাংলা ছবি যা আইএমডিবি ওয়ার্ল্ড সিনেমার র‍্যাঙ্কিংয়েও নিজের জায়গা করে নিয়েছে। তালিকায় এই ছবির রেটিং ৩৫০৯। 


মঙ্গলবার ছবির নির্মাতাদের তরফে এই খবর ভাগ করে নেওয়া হয়। ছবির সাফল্যে ও দর্শকদের ভালবাসায় আপ্লুত ছবির গোটা টিম। 


আরও পড়ুন: Jeetu Kamal Exclusive: 'আলাদিনের ম্যাজিক কার্পেটে করে আমায় উড়িয়ে নিয়ে গেলে..' 'অপরাজিত' পরিচালকের জন্মদিনে জিতু


আইএমডিবির শীর্ষে 'অপরাজিত'


প্রসঙ্গত কিছুদিন আগে পাওয়া রিপোর্ট অনুযায়ী, IMDb-র তালিকায় শীর্ষে ছিল 'অপরাজিত'। সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালী' তৈরির প্রতিকূলতাকে পর্দায় ফুটিয়ে তুলেছেন অনীক দত্ত। কিংবদন্তি পরিচালকের আদলে তৈরি চরিত্র অপরাজিত রায়ের ভূমিকায় দেখা গেছে জিতু কামালকে। মুক্তি নিয়ে একাধিক বিতর্ক তৈরি হলেও এই ছবি যে দর্শকের মন ছুঁয়েছে তা দিন তিনেই স্পষ্ট। ধীরে ধীরে বাড়ে দর্শক সংখ্যাও। IMDb-র তালিকায় ৯.৫ রেটিং পেয়ে এখনও শীর্ষে রয়েছে এই ছবি। এমনকী এই ছবি বক্স অফিসে প্রভূত সাফল্য পাওয়া 'কেজিএফ: চ্যাপ্টার ২'-কেও পিছনে ফেলেছে। 


কিংবদন্তি আর কিংবদন্তির সৃষ্টির গল্প সাদায় কালোয় পর্দায় তুলে ধরেছেন পরিচালক অনীক দত্ত (Anik Dutta)। সেই ছবির সংলাপের মতোই এখন দলে দলে বাঙালি সত্যজিতের আকর্ষণে ছুটছেন প্রেক্ষাগৃহে। ছবিতে 'পথের পদাবলী' ছবির উদ্দেশে সংলাপ ছিল, 'এই ছবি না দেখলে নাকি সভ্য সমাজে মুখ দেখানো যাবে না।' কার্যত সেই সংলাপই যেন বাস্তবে রুপান্তরিত হয়েছে 'অপরাজিত'-র ক্ষেত্রে।