TVS Ntorq 125 XT: এবার এনটর্কের আরও একটি অত্যাধুনিক সংস্করণ লঞ্চ করল TVS মোটরস। দেশে Ntorq 125 XT স্কুটার নিয়ে এল কোম্পানি। স্কুটারে নতুন প্রযুক্তি বৈশিষ্ট্যের পাশাপাশি রয়েছে স্মার্ট এক্স কানেক্ট টিএম কানেক্টিভিটি। 


TVS Ntorq 125 XT: কী নতুন থাকছে স্কুটারে ?
স্কুটারে একটি হাইব্রিড TFT ও LCD কনসোল পাওয়া যাবে। এটি 'SmartXTalk'- অ্যাডভান্সড ভয়েস অ্যাসিস্ট ও  'SmartXTrack'-এর মতো 60 টিরও বেশি নতুন কানেক্টিভিটি বৈশিষ্ট্য সহ সোশ্যাল মিডিয়া অ্যালার্ট, খবর ও আবহাওয়ার সম্পর্কে জানান দেবে।


TVS Ntorq 125 XT: আরও হালকা হচ্ছে চাকা ?
Ntorq 125 XT স্কুটারে ভয়েস অ্যাসিস্ট বৈশিষ্ট্যের মাধ্যমে এখন সরাসরি ভয়েস কমান্ড গ্রহণ করতে পারবেন চালক। স্কুটারটি স্টার্ট-স্টপ ফাংশন সহ TVS IntelliGO প্রযুক্তিও পেয়েছে। এর আরেকটি বৈশিষ্ট্য হল নতুন লাইটার ও স্পোর্টিয়ার অ্যালয় হুইল, যা এই স্কুটারের জ্বালানি সাশ্রয় করার ক্ষমতা বাড়িয়ে দিয়েছে। এবার থেকে স্কুটারে আরও ভাল পারফরম্যান্স পাবেন চালক।


TVS Ntorq 125 XT: কী নতুন প্রযুক্তি স্কুটারে ? 
স্কুটারে কানেকটেড ফিচারের তালিকা এখানেই শেষ হয় না। TVS Ntorq 125 XT স্কুটারটি রাইডারদের ফুড ডেলিভারিও ট্র্যাক করতে দেয়। যা দেশে কোন দু-চাকার গাড়িতে এই প্রথম। এটি একটি নতুন ট্র্যাফিক টাইম স্লাইডার স্ক্রিন সহ পাবেন ক্রেতা। যা রাইডারদের ট্র্যাফিক সিগন্যালে অপেক্ষার সময় ক্রিকেট ও ফুটবল স্কোর, লাইভ AQI, খবর ও আরও অনেক কিছু ট্র্যাক করতে দেয়।


TVS Ntorq 125 XT: টিভিএস কানেক্ট এবার নতুন রূপে 
TVS Smart Xonnect TM প্ল্যাটফর্ম হল একটি ব্লুটুথ-সক্ষম প্রযুক্তি যা TVS Connect মোবাইল অ্যাপের সঙ্গে জুড়ে রয়েছে। যা Android ও iOS উভয় ক্ষেত্রেই পাবেন চালক। চালক চাইলে ইন্টারফেস কাস্টমাইজ করার সুবিধা নিতে পারেন। 


TVS Ntorq 125 XT: কত দাম স্কুটারের ?
স্কুটারটি একটি 124.8 cc থ্রি-ভালভ এয়ার-কুলড রেস-টিউনড ফুয়েল ইনজেকশন (RT-Fi) ইঞ্জিনে চলে। যা 7,000 rpm-এ 6.9 kW শক্তি ও 5,500 rpm-এ 10.5 Nm পিক টর্ক আউটপুট দেয়৷ স্টাইলিংয়ের ক্ষেত্রে স্কুটারটি নিয়ন গ্রিন নামে একটি নতুন পেইন্ট স্কিম পায়, যা এই স্কুটারকে অন্যান্য ভ্যারিয়েন্ট থেকে আলাদা করে তোলে। দিল্লিতে এর এক্স-শোরুম প্রাইস 1,02,823 টাকা।


আরও পড়ুন : Mobile Causes Brain Tumor: মোবাইল ব্যবহারে কি ব্রেন টিউমার হয়? গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য