Twitter Layoffs: থামছে না ছাঁটাই পর্ব। ফের একবার ছাঁটাই হতে চলেছে মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটারে (Twitter)। এই নিয়ে আটবার কর্মী ছাঁটাই করতে চলেছে এলন মাস্কের (Elon Musk)কোম্পানি।
Elon Musk: কতজন ছাঁটাই হল এবার ?
মাইক্রোব্লগিং সাইটটি শনিবার জানিয়েছে,এবার ইঞ্জিনিয়ারিং টিম থেকে ৫০ জন কর্মী ছাঁটাই করা হয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, ট্যুইটার অ্যাপ, অ্যাড সাপোর্টিং টেকনোলজি ছাড়াও প্রযুক্তি পরিকাঠামোর দল থেকে কর্মীদের ছাঁটাই করা হয়েছে। গত সপ্তাহে একই সময়ে, ট্যুইটার বিজ্ঞাপন সেলস টিম থেকেও কর্মীদের সরিয়েছে। অক্টোবরে এলন মাস্ক ট্যুইটার কেনার পর থেকে এই নিয়ে আটবার কর্মী ছাঁটাই করা হল মাইক্রো ব্লগিং সাইটে।
Twitter Layoffs: হাজার হাজার কর্মী ছাঁটাই
রিপোর্ট বলছে, সোশ্যাল মিডিয়া কোম্পানির গত মাসে প্রায় ৮০০ সেলস ও মার্কেটিং কর্মী ছিল। ট্যুইটার ছাঁটাইয়ের জল্পনা নভেম্বরে শুরু হয়। পরবর্তীকালে খরচ কমানোর কারণ দেখিয়ে এলন মাস্ক কোম্পানি থেকে ৩,৭০০ কর্মচারীকে বরখাস্ত করেছিলেন। ৪৪ বিলিয়ন ডলারে ট্যুইটার কেনার পর এটিই প্রথম ছাঁটাই। পরর্তীকালে এই ছাঁটাই পর্ব চলতেই থাকে।
Tech Layoffs: ভারতে অফিস বন্ধ
এলন মাস্ক আগেই ভারতে ট্যুইটারের দুটি অফিস বন্ধ করে দিয়েছেন। বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে কর্মীদের। মুম্বই ও দিল্লি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে আগেই। কেবল ব্যাঙ্গালোর অফিস খোলা রেখেছে ট্যুইটার। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বই ও দিল্লিতে ২০০ জন কর্মচারীর মধ্যে ৯০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে।
Twitter: নিজের খেয়ালে রয়েছেন এলন মাস্ক
ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজের খেয়ালে রয়েছেন এলন মাস্ক (Elon Musk)। মাইক্রোব্লগিং মাধ্যমের সিইও পদে আসীন হওয়ার পরেই ব্যাপক হারে কর্মী ছাঁটাই করে ওয়ার্ক ফোর্স প্রায় ৫০ শতাংশ কমিয়ে দিয়েছিলেন তিনি। এবার এক নতুন কাণ্ড করেছেন ইলন মাস্ক।
সম্প্রতি নিজেই ট্যুইট করে জানিয়েছেন যে ট্যুইটারে তিনি যাঁদের ব্লক করে দিয়েছিলেন তাঁদের আনব্লক করেছেন। কারণ তাঁর কাছে নেতিবাচক প্রতিক্রিয়াও ভাল বিষয়। তাই যত ইউজারের অ্যাকাউন্ট তিনি ট্যুইটারে ব্লক করেছিলেন সকলকেই আনব্লক করেছেন এলন মাস্ক। তবে এই তালিকা থেকে বাদ রয়েছেন স্ক্যামাররা। অন্যদিকে ট্যুইটারের অন্যান্য ইউজারদেরও এভাবে আনব্লকের পরামর্শ দিয়েছেন এলন মাস্ক।
Adani Group: হিন্ডেনবার্গ রিপোর্টের এক মাস,আদানিদের মার্কেট ক্যাপ কমল ১২ লক্ষ কোটি টাকা