ইলন মাস্ক ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যাপক হারে চলছে কর্মী ছাঁটাই। এর মধ্যেই প্রকাশ্যে এল এক অদ্ভুত ঘটনা। শোনা গিয়েছে, ট্যুইটারের এক ম্যানেজারকে কয়েকশো কর্মীকে ছাঁটাই করার নির্দেশ দিয়েছিলেন ইলন মাস্ক। বসের এমন নির্দেশ মেনে নিতে পারেননি ওই ম্যানেজার। ইলন মাস্কের এমন নির্দেশ শুনে বমি করে ফেলেছিলেন ওই ম্যানেজার। নিউ ইয়র্ক টাইমসের একটি রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। গত মাসেই ট্যুইটারের মালিকানা পেয়েছেন ইলন মাস্ক। তারপর থেকেই শুরু হয়েছে শোরগোল। বলা ভাল ইলন মাস্ক ট্যুইটারের নতুন মালিক হওয়ার আগে থেকেই জোরদার আলোচনা চলছিল। শেষ পর্যন্ত জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে দায়িত্বভার পেয়েছেন এই ধনকুবের। আর তারপর থেকেই শুরু হয়েছে ব্যাপক হারে কর্মী ছাঁটাই।
উচ্চপদস্থ একাধিক আধিকারিককে সরিয়ে দিয়েছেন ইলন মাস্ক। সেই তালিকায় রয়েছেন তিনজন ভারতীয় বংশোদ্ভূত। এমনকি ট্যুইটারের প্রাক্তন মালিক পরাগ আগরওয়ালকেও সরিয়ে দিয়েছিলেন তিনি। এর জন্য বেশ মোটা অঙ্কের মাশুল দিতে হয়েছে ইলন মাস্ককে। কিন্তু তার পরেও অপ্রতিরোধ্য তিনি। একের পর এক কর্মী ছাঁটাই করা হচ্ছে ট্যুইটারে। ইতিমধ্যেই ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করেছেন ইলন মাস্ক। উচ্চপদস্থ আধিকারিকদের ইমেল করেই ছাঁটাই করে দিয়েছেন তিনি। শোনা গিয়েছে, এক অন্তঃসত্ত্বাও চাকরি খুইয়েছেন। এমনকি এক ম্যানেজার ছাঁটাই হওয়া কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন বলে তাঁর উপরেও কোপ পড়েছে।
ট্যুইটারের মালিকানা পাওয়ার পর থেকে শুধু কর্মী ছাঁটাই নয়, একাধিক ফিচারেও পরিবর্তন এনেছেন ইলন মাস্ক। যেমন বলা হয়েছে এখন থেকে ট্যুইটারের ব্লু টিক ভেরিফিকেশন সাবস্ক্রিপশন টাকা দিয়ে কিনতে পারবেন ইউজাররা। এর ফলে অনেক সুবিধাও পাবেন তাঁরা। ভারতেও খুব তাড়াতাড়ি ট্যুইটারের এই ব্লু ভেরিফিকেশন টিক মার্ক টাকা দিয়ে কেনার পদ্ধতি চালু হবে বলে শোনা গিয়েছিল। এর জন্য মাসিক খরচ লাগবে ৮ ডলার। কিন্তু এই পরিষেবা নিয়েও নাকি বিভ্রান্তি শুরু হয়েছে। ব্যবহারকারীদের অনেকে জানিয়েছেন, ট্যুইটার ব্লু- তে সাইন আপের অপশন পাওয়া যাচ্ছে না। এমনিতেও আইওএস ভার্সানেই এই ফিচার এখন চালু হয়েছে। অ্যান্ড্রয়েড ভার্সানে এখনও ট্যুইটার ব্লু টিক ভেরিফিকেশন মার্ক কেনার অপশন চালু হয়নি। দায়িত্বভার নেওয়ার পর থেকেই ট্যুইটারে একাধিক পরিবর্তন এনেছেন ইলন মাস্ক। নতুন নিয়ম নীতি প্রসঙ্গেও ঘোষণা করেছেন তিনি। আর তার জেরে এবার তাঁর মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মেই রোষের শিকার হয়েছেন খোদ ইলন মাস্ক।
আরও পড়ুন- 'ডু নট ডিসটার্ব' মোডে আর মিস করবেন না কল, হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার