Pension Scheme: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আগামী বছর থেকেই চালু হতে চলেছে নতুন পেনশন স্কিম। আগামী ১ এপ্রিল ২০২৫ থেকে চালু হবে এই ইউনিফায়েড পেনশন স্কিম। আগামী বছর চালু হলেও খুব শীঘ্রই এই পেনশন প্রকল্প (Unified Pension Scheme) লঞ্চ করতে পারে কেন্দ্র, এমনটাই জানা গিয়েছে। পুজোর মরশুমেই আগামী ১৫ অক্টোবর এই ইউনিফায়েড পেনশন স্কিম নিয়ে নোটিফিকেশন জারি করতে পারে সরকার। সরকারের কাছে এই নতুন পেনশন স্কিম (Pension Scheme) এখন সবথেকে বেশি প্রাধান্য। এর মাধ্যমে লক্ষ লক্ষ সরকারি কর্মী উপকৃত হবেন।


বহু বৈঠক হয়েছে এই পেনশন স্কিমের জন্য


সংবাদসূত্রে জানা গিয়েছে কেবিনেট সেক্রেটারি টিভি সোমানাথন সম্প্রতি বিভিন্ন মন্ত্রক ও বিভাগের সঙ্গে এই নতুন পেনশন স্কিম প্রণয়ন নিয়ে বৈঠক করে চলেছেন যাতে এই নতুন পেনশন স্কিম চালু করতে কোনও বিঘ্ন না ঘটে। অর্থসচিব হওয়ার দরুণ ন্যাশনাল পেনশন স্কিম পর্যালোচনা কমিটির চেয়ারম্যান ছিলেন টিভি সোমানাথন। সোমানাথন কমিটির অনুমোদনক্রমে সরকার এই ইউনিফায়েড পেনশন স্কিম (Unified Pension Scheme) চালু করার সিদ্ধান্ত নিয়েছে।


ইউনিফায়েড পেনশন স্কিমের বিশেষত্ব কী


এই ইউনিফায়েড পেনশন স্কিমের অধীনে বেসিক স্যালারির গড় ও অবসরের আগে ১২ মাসের প্রাপ্য মহার্ঘভাতা নিশ্চিত পেনশন হিসেবে দেওয়া হবে। এই ইউনিফায়েড পেনশন স্কিমের অধীনে পেনশন ফান্ডে এবার থেকে সমস্ত কর্মীকে বিনিয়োগ করতে হবে। কর্মীদের তাদের বেসিক পে ও ডিএ-র ১০ শতাংশ ইউপিএসে জমা দিতে হবে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে কর্মীদের পেনশন ফান্ডে (Unified Pension Scheme) ১৮.৫ শতাংশ অবদান থাকবে। এনপিএসে এই অবদান ছিল ১৪ শতাংশ। ফলে ইউনিফায়েড পেনশন স্কিমে নিজেদের বিনিয়োগ বাড়াতে চলেছে সরকার। এই পেনশন স্কিমের অধীনে টানা ২৫ বছর চাকরি করার পরে সমস্ত কর্মী অবসরকালীন সময়ে নিশ্চিত পেনশন পাবেন। এর মাধ্যমে উপকৃত হবেন ২৩ লক্ষ কেন্দ্র সরকারি কর্মী। এনপিএসের ক্ষেত্রে এই নিশ্চিত পেনশনের সুবিধে ছিল না। এছাড়াও আরও কিছু সুযোগ-সুবিধে পাবেন কর্মীরা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Mutual Fund: বছরে ১৫ শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে এই ১০ ফান্ড, মুনাফায় দিতে হয়নি আয়করও