Foreign Portfolio Investor: আগামী ২৩ জুলাই মঙ্গলবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর সেই বাজেটের আগেই হু হু করে বাজারে এল বিদেশি বিনিয়োগ। এফপিআই অর্থাৎ বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা (Union Budget 2024) তাদের বিনিয়োগ বাড়িয়েছেন বাজেটের আগে। বেশি করে শেয়ার কিনছেন তারা। বাজেটের আগে পঞ্চম সপ্তাহতেও বিয়ারিশ ছিল এই বিনিয়োগকারীরা, বাজার থেকে শেয়ার বিক্রি (Stock Market) করেছে এতদিন। কিন্তু বাজেটের (FPI Buying) ঠিক আগে আগে কী হল ? জুলাই মাসে ব্যাপক হারে শেয়ার বিক্রি করেছে বিদেশি বিনিয়োগকারীরা, যে কারণে বাজারে মন্দাও এসেছে খানিক।
এই মাসে সবথেকে বেশি শেয়ার কিনেছে বিদেশি বিনিয়োগকারীরা
ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড (NSDL)-এর তথ্য অনুযায়ী জুলাই মাসে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা ৩০ হাজার কোটি টাকারও বেশি মূল্যের শেয়ার কিনেছে ভারতীয় বাজারে। মোট ৩০ হাজার ৭৭২ কোটি টাকার শেয়ার কেনা হয়েছে বিদেশি মুদ্রায়। ২০২৪ সালে এখনও পর্যন্ত ভারতের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩,৯৭৩ কোটি টাকা।
জুনের তৃতীয় সপ্তাহ থেকেই বদলেছে ট্রেন্ড
এনএসডিএলের তথ্য অনুসারে দেখা যাচ্ছে জুন মাসের শেষ সপ্তাহ থেকেই ট্রেন্ডে একটা আমূল বদল এসেছে। দ্রুত এবং বেশি পরিমাণে শেয়ার কিনতে শুরু করেছে বিদেশি বিনিয়োগকারীরা। গত মাসে মোট ২৫,৫৬৫ কোটি টাকার স্টক কিনেছিল বিদেশি বিনিয়োগকারীরা। কিন্তু জুন মাসের প্রথম দুই সপ্তাহ পর্যন্ত একটানা শেয়ার বিক্রি করে গিয়েছিল তারা। তবে তৃতীয় সপ্তাহ থেকে তাদের ধারায় খানিক বদল এসেছে। ফের নতুন করে ভারতের বাজারে শেয়ার কেনা শুরু করেছে তারা।
বাজেটের আগে বেড়েছে কেনার বহর
এই মাসে খুব বেশি পরিমাণে বেড়েছে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কেনাকাটার পরিমাণ। এই মাসের তিনটে সপ্তাহ চলে গিয়েছে এখন মোট ৩০ হাজার কোটি টাকার শেয়ার কিনে ফেলেছে বিদেশি বিনিয়োগকারীরা। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন আসন্ন বাজেটের কথা মনে রেখেই এই শেয়ার কিনতে শুরু করেছে বিদেশি বিনিয়োগকারীরা। আগামী ২৩ জুলাই মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন। এর আগে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছেন তিনি।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Food Safety: স্ট্রিট ফুডের গুণমান যাচাই করতে নয়া উদ্যোগ FSSAI-র, বিক্রেতারা পাবেন এই সুবিধে