নয়াদিল্লি : শনিবারই জল্পনা ছড়ায় যে পরের আইপিএলের মেগা নিলামের আগেই দিল্লি ক্যাপিটালস ছাড়তে পারেন ঋষভ পন্থ। যদিও একটি সংবাদ সংস্থা সূত্রের খবর, এই ফ্র্যাঞ্চাইজিতেই থাকছেন উইকেটরক্ষক-ব্যাটার। শনিবার সকাল থেকেই একাধিক সংবাদ মাধ্যমে খবর ছড়ায়, দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক পন্থ সম্ভবত এই ফ্র্যাঞ্চাইজি ছাড়তে চলেছেন। এমনকী তিনি ৫ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসেও যোগ দিতে পারেন বলে খবর ছড়ায়। কিন্তু খবর, পন্থ DC-তেই আছেন। অক্ষর পটেল ও কুলদীপ যাদবের পাশাপাশি তাঁকেও ধরে রাখতে চায় দিল্লি ক্যাপিটালস। এই তিনজনই টি২০ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
২০১৬ সাল থেকে এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গেই রয়েছেন পন্থ। বাংলাদেশে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নামিবিয়ার বিরুদ্ধে ৯৬ বলে ১১১ রান করার দিন তাঁক নিলামে বেছে নেওয়া হয় । তখন থেকেই DC-র সদস্য পন্থ। ১১১টি ম্যাচে ৩২৮৪ রান করেছেন তিনি। গড় ৩৫.৩১। স্ট্রাইক রেট ১৪৮.৯৩। এর মধ্যে রয়েছে একটি শতরান ও ১৮টি অর্ধ শতরান। ২০২১, ২০২২ ও ২০২৪ সালে এই দলে অধিনায়কত্বও করেছেন তিনি। ৭৫টি ক্যাচ নিয়েছেন। স্টাম্প আউট করেছেন ৩৮টি। এদিকে রিকি পন্টিংয়ের পর নতুন প্রধান কোচের খোঁজে রয়েছে দিল্লি ক্যাপিটালস।
এদিকে নতুন যে খবর জানা যাচ্ছে, তাতে কে এল রাহুল লখনৌ সুপার জায়ান্টস থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যেতে পারেন বলে জল্পনা। তবে খুব প্রাথমিক স্তরে এই আলোচনা রয়েছে বলে সূত্রের খবর।
২০২২ সাল থেকে লখনৌ সুপার জায়ান্টস তাদের পথ চলা শুরু করা থেকেই এই ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিচ্ছেন কে এল রাহুল। কিন্তু, ২০২৪ সালের আইপিএলে LSG সপ্তম স্থানে শেষ করে। এদিকে ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত RCB-র প্রতিনিধিত্ব করেছেন রাহুল। খবর অনুযায়ী, RCB তাদের দলে স্থানীয় মুখ রাখতে চাইছে। এর পাশাপাশি এমন কাউকে তারা চাইছে যিনি আগামীদিনে নেতৃত্বের ব্যাটন ঘাড়ে তুলে নিতে পারেন। এই কাজ রাহুল করতে পারবেন বলে মনে করা হচ্ছে। তবে এই মুহূর্তে সব চোখ এখন চলতি মাসেই বিসিসিআইয়ের সঙ্গে আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির মিটিংয়ের দিকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।