Niramala Sitharaman: আগামী মাসে অর্থাৎ জুলাই মাসের ২২ তারিখেই ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেট (Union Budget 2024) পেশ করা হতে পারে, এমনটাই জানা গিয়েছে। প্রধানমন্ত্রী মোদির তৃতীয়বারের পর্যায়ের শুরুতেই কেন্দ্রীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) যা আদপে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমান সরকারের আমলে একটা নতুন আর্থিক নিয়ম-নীতির সম্পর্কে জানা যাবে এই কেন্দ্রীয় বাজেটে।


কবে হতে পারে বাজেট পেশ 


কিছু সংবাদসূত্রে জানা গিয়েছে, আগামী ২২ জুলাই কেন্দ্র সরকার ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে। তবে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে তারিখ জানা যায়নি। ইতিমধ্যেই অর্থমন্ত্রকের তরফে বাজেট নিয়ে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, আগামী সপ্তাহ থেকেই বাজেট (Union Budget 2024) প্রস্তুতির ম্যারাথন বৈঠক শুরু হবে। এর আগে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিলেন নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। এবার ২২ জুলাই ধরলে এই নিয়ে সপ্তমবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।


কোন খাতে নজর থাকতে পারে পূর্ণাঙ্গ বাজেটে 


মোদি সরকারের প্রাথমিক লক্ষ্য কৃষিক্ষেত্রে বর্তমান সমস্যা দূরীকরণ, কর্মসংস্থান বৃদ্ধি, মূলধন ব্যয়ের গতি রাশ ধরে রাখা, রাজস্ব উৎপাদন বৃদ্ধি করা ইত্যাদিকে কেন্দ্র করেই আবর্তিত হয়। তবে এই পূর্ণাঙ্গ বাজেটে (Union Budget 2024) আশা করা হচ্ছে জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স এবং সাধারণ মানুষের করের বোঝা কমানোর দিকেই নজর থাকবে মোদি সরকারের পূর্ণাঙ্গ বাজেটে।


ফেব্রুয়ারি মাসে ছিল অন্তর্বর্তীকালীন বাজেট 


আগামী বাজেটে ১০০ দিনের পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হবে মোদির নির্দেশে, এমনটাই জানা গিয়েছে। চামড়া শিল্পের উপর বিশেষ নজর দিতে চলেছে মোদি সরকার। এমনকী এই খাতে বেশ কিছু কর্মসংস্থান তৈরির চেষ্টাও করছে মোদি সরকার। PLI স্কিমের অধীনে কর্মপরিসর আরও বাড়ানোর চেষ্টা করছে মোদি সরকার। আগের ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তী বাজেটে সরকার অর্থনৈতিক নীতিগুলিকে প্রাধান্য দিয়েছিল। উৎপাদনশীলতা বৃদ্ধি, বিভিন্ন বিভাগে কর্মসংস্থান তৈরির সুযোগ বৃদ্ধি করতে চেষ্টা করা হয়েছিল। এবারে পূর্ণাঙ্গ বাজেটে কোন খাতে নজর থাকে, তার অপেক্ষায়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Providend Fund: HDFC ব্যাঙ্কে পিপিএফ অ্যাকাউন্ট খুলতে চান ? অনলাইনে কাজ করুন এভাবে