চব্বিশের লোকসভা নির্বাচনের সময় কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল যে তাদের সরকার ক্ষমতায় এলে মহালক্ষ্মী প্রকল্পের অধীনে প্রতি দরিদ্র পরিবারের একজন মহিলাকে বার্ষিক ১ লক্ষ টাকা অর্থাৎ প্রতি মাসে প্রায় ৮৫০০ টাকা দেবে তারা।  


৪ জুন নির্বাচনী ফলাফলে দেখা যায় কংগ্রেস ৯৯টি আসন জিতে প্রধান বিরোধী দলে পরিণত হয়েছে এবং এনডিএ তৃতীয়বারের মতো কেন্দ্রে সরকার গঠন করেছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মহিলাদের দীর্ঘ লাইন। সেখানে দাবি করা হচ্ছে, এই মহিলারা কংগ্রেসের মহালক্ষ্মী প্রকল্পের অধীনে ৮৫০০ টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন।


১০ জুন, ২০২৪ তারিখের পোস্টের ক্যাপশন




ফ্যাক্ট চেক/যাচাই


দাবিটি যাচাই করার জন্য, ভিডিওটি মনোযোগ সহকারে দেখা হয়। সেখানে দেখা যায়, সমস্ত মহিলা একে অপরের থেকে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে পৃথক বৃত্তে দাঁড়িয়ে আছেন। এই দৃশ্য করোনার সময় দেখা গিয়েছিল। করোনার সময় এমন একটি নিয়ম অনুসরণ করা হয়েছিল। এর থেকে বোঝা যায় ভাইরাল ভিডিওটির সাম্প্রতিকতা নেই। 


এরপর ভিডিওর মূল ফ্রেমগুলিকে Google রিভার্স ইমেজ দিয়ে সার্চ করা হয়। সেই সময় দেখা যায় এই ভিডিওটি ১৭ এপ্রিল ২০২০ এ আরবি নিউজ নামে একটি ইউটিউব চ্যানেল থেকে পাবলিশ করা হয়। এর থেকে স্পষ্ট হয়  যে এই ভিডিওটি সাম্প্রতিক নয়। এই ভিডিওটির ক্যাপশনে এটিকে মুজাফফরনগরের গান্ধী কলোনিতে মুসলিম মহিলাদের লাইন বলে বর্ণনা করা হয়েছিল।



ভিডিওর শুরুতে ব্যাঙ্ক অফ বরোদা লেখা দেখা যাচ্ছে এবং সারি বরাবর বিভিন্ন জায়গায় মুজাফফরনগর লেখা দেখা যাচ্ছে।




ছবি থেকে একটি নির্দিষ্ট কিফ্রেম দিয়ে সার্চ করা হয়, সেই সময় দেখা যায়, ২০ এপ্রিল ২০২০ তারিখে নিউজ-১৮ দ্বারা এই ভিডিওতে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া গিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছিল যে এই ভিডিওটি উত্তরপ্রদেশের মুজাফফরনগরে ব্যাঙ্ক অফ বরোদার বাইরে ভিড়ের। যেখানে লোকেরা তাদের জন ধন অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পৌঁছেছিল। 


প্রতিবেদনে এও বলা হয়েছিল, জনগণের মধ্যে গুজব ছড়িয়ে পড়লে এই জনতা ব্যাঙ্কের সামনে জড়ো হয়েছিল। গুজব ছড়িয়েছিল যে  যদি তাদের জন-ধন অ্যাকাউন্টে জমা করা ৫০০ টাকা না তোলে তবে সরকার তা ফিরিয়ে নেবে। পরে প্রশাসন জনগণকে জানায় যে এটি নিছক গুজব, এরপর সেই জনসাধারণকে তাদের বাড়িতে ফেরত পাঠানো হয়। 


উপসংহার


ফ্যাক্ট চেক করে দেখা যায়, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভাইরাল ভিডিওটি চার বছরের পুরনো। এই নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় আসেনি। এই ভিডিওর মাধ্যমে কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।


ফলাফল: মিথ্যা




ডিসক্লেমার: এই প্রতিবেদনটি প্রকাশ করেছে নিউজ চেকার এবং শক্তি কালেক্টিভের অংশ হিসেবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।