Budget Session:   কেন্দ্র সরকার এবারে ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশের দিনক্ষণ ঘোষণা করেছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজ্জু (Kiren Rijju) শনিবার জানান যে, আগামী ২২ জুলাই থেকে ১২ অগস্টের মধ্যে সংসদে বাজেট (Union Budget 2024) অধিবেশনের আয়োজন করা হয়েছে। এই সময়ের মধ্যে আগামী ২৩ জুলাই ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। এই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)।


রাষ্ট্রপতির কাছ থেকে বাজেট অধিবেশনের অনুমোদন


আজ শনিবার ৬ জুলাই ভারতের ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ নিয়ে সমাজমাধ্যমে তথ্য জানিয়েছেন কিরেন রিজ্জু। লোকসভা নির্বাচনের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিলেন। এর আগে অনেক গণমাধ্যমে দাবি করা হয়েছিল অর্থমন্ত্রী জুলাইয়ের শেষ সপ্তাহে দেশের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন। আজ এই দিনক্ষণ নিশ্চিত করেছেন কিরেন রিজ্জু।


টানা ৭ম বার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন


 তৃতীয়বার দেশে ফিরল নরেন্দ্র মোদি সরকার আর মোদি সরকারের হয়ে আবারও তৃতীয় মেয়াদে অর্থমন্ত্রী হয়েছেন নির্মলা সীতারামন। এবার বাজেট পেশ করতে গিয়ে নতুন রেকর্ড গড়তে চলেছেন অর্থমন্ত্রী। টানা সপ্তমবারের মত বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন। দেশের প্রথম অর্থমন্ত্রী হিসেবে তিনিই প্রথম এই রেকর্ড গড়তে চলেছেন। এর আগে মোরারজী দেশাই টানা ৬টি বাজেট পেশ করেছিলেন। এটি হবে ১৯তম লোকসভার প্রথম সংসদীয় অধিবেশন। ১৮তম অধিবেশন শুরু হয়েছিল ২৫ জুন থেকে, চলেছিল ৩ জুলাই পর্যন্ত।


মোরারজী দেশাইয়ের ১০টি বাজেট উপস্থাপনের রেকর্ড ভাঙেনি এখনও। পি চিদাম্বরম ও প্রণব মুখোপাধ্যায় মোট ৯ বার, যশবন্ত রাও চৌহান, যশবন্ত সিনহা এবং সিডি দেশমুখ মোট ৭ বার এর আগে বাজেট পেশ করে রেকর্ড গড়েছেন। 


আগের ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তী বাজেটে সরকার অর্থনৈতিক নীতিগুলিকে প্রাধান্য দিয়েছিল। উৎপাদনশীলতা বৃদ্ধি, বিভিন্ন বিভাগে কর্মসংস্থান তৈরির সুযোগ বৃদ্ধি করতে চেষ্টা করা হয়েছিল। এবারে পূর্ণাঙ্গ বাজেটে কোন খাতে নজর থাকে, তার অপেক্ষায়। এই পূর্ণাঙ্গ বাজেটে (Union Budget 2024) আশা করা হচ্ছে জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স এবং সাধারণ মানুষের করের বোঝা কমানোর দিকেই নজর থাকবে মোদি সরকারের পূর্ণাঙ্গ বাজেটে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Jio New Recharge Plans: প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পেতে চান? জিও আপনার জন্য নতুন কী কী রিচার্জ প্ল্যান এনেছে?