Jio New Recharge Plans: রিলায়েন্স জিও ইনফোকম তাঁদের সমস্ত রিচার্জ প্ল্যানের ট্যারিফ বাড়িয়েছে। গত ৩ জুলাই থেকে নতুন ট্যারিফ কার্যকরও হয়েছে। নতুন নিয়ম অনুসারে প্রতিদিন ২ জিবি ডেটা বা তার থেকে বেশি ডেটা পাওয়া যাবে যে সমস্ত রিচার্জ প্ল্যানে শুধু সেখানেই গ্রাহকরা আনলিমিটেড ৫জি পরিষেবা পাবেন। তবে যাঁদের আনলিমিটেড ৫জি পরিষেবার প্রয়োজন নেই, তাঁদের জন্য জিও- র ১.৫ জিবি দৈনিক ডেটার পরিষেবা যুক্ত রিচার্জ প্ল্যানও রয়েছে। যদিও এই রিচার্জ প্ল্যানগুলিরও ট্যারিফ বেড়েছে আগের তুলনায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক এখন প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পেতে চাইলে কোন কোন রিচার্জ প্ল্যান জিও আপনার জন্য এনেছে। 


২৩৯ টাকার রিচার্জ প্ল্যান 


এই রিচার্জ প্ল্যানের মেয়াদ ২২ দিন। প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাবেন গ্রাহকরা। এছাড়াও পাওয়া যাবে আনলিমিটেড লোকাল, এসটিডি এবং রোমিং কলের সুবিধা। প্রতিদিন ১০০ ফ্রি এসএমএস করা যাবে। এর পাশাপাশি জিও টিভি, জিও সিনেমা (বেসিক) এবং জিও ক্লাউডের সাপোর্ট পাওয়া যাবে। 


২৯৯ টাকার রিচার্জ প্ল্যান 


জিও- র এই প্রিপেড রিচার্জ প্ল্যানের মেয়াদ ২৮ দিন। প্রতিদিন ইউজাররা ১.৫ জিবি করে ডেটা পাবেন। তার সঙ্গে ২৩৯ টাকার প্ল্যানের মতোই পাওয়া যাবে আনলিমিটেড লোকাল, এসটিডি এবং রোমিং কলের সুবিধা। প্রতিদিন ১০০ ফ্রি এসএমএস করা যাবে। এর পাশাপাশি জিও টিভি, জিও সিনেমা (বেসিক) এবং জিও ক্লাউডের সাপোর্ট পাওয়া যাবে। 


৫৭৯ টাকার রিচার্জ প্ল্যান 


জিও- র এই রিচার্জ প্ল্যানের মেয়াদ ৫৬ দিন। ইউজাররা দৈনিক ১.৫ জিবি ডেটা পাবেন। এছাড়াও পাওয়া যাবে আনলিমিটেড লোকাল, এসটিডি এবং রোমিং কল, প্রতিদিন ১০০ ফ্রি এসএমএস, জিও টিভি, জিও সিনেমা (বেসিক) এবং জিও ক্লাউডের সাপোর্ট। 


৬৬৬ টাকার রিচার্জ প্ল্যান 


জিও- র এই প্ল্যানের মেয়াদ ৭০ দিন। এখানেও ইউজাররা প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাবেন। এর সঙ্গে থাকছে আনলিমিটেড লোকাল, এসটিডি এবং রোমিং কল, প্রতিদিন ১০০ ফ্রি এসএমএস, জিও টিভি, জিও সিনেমা (বেসিক) এবং জিও ক্লাউড - এইসব পরিষেবা। 


৭৯৯ টাকার রিচার্জ প্ল্যান 


জিও- র এই প্ল্যানের মেয়াদ ৮৪ দিন। প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাবেন ইউজাররা। অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে আনলিমিটেড লোকাল, এসটিডি এবং রোমিং কল, প্রতিদিন ১০০ ফ্রি এসএমএস, জিও টিভি, জিও সিনেমা (বেসিক) এবং জিও ক্লাউডের সাপোর্ট। 


আরও পড়ুন- অল্প সময় ব্যবহার করলেই তীব্র গরম হয়ে যাচ্ছে ল্যাপটপ? সামাল দেবেন কীভাবে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।