Latest Bike Launch in India: মে মাসে একাধিক বাইক লঞ্চ হবে ভারতে। TVS NTorq 125 XT ও আপডেটেড KTM 390 Adventure লঞ্চ হওয়ার পরে এই তালিকায় নাম লিখিয়েছে আরও কিছু কোম্পানি। এর মধ্যে নতুন বাইকের ব্র্যান্ডের লঞ্চ ছাড়াও রয়েছে ফ্ল্যাগশিপ ADV বাইক। এই তালিকায় রয়েছে নতুন প্রজন্মের KTM RC 390, Triumph Tiger 
1200 ছাড়াও আরও অনেক বাইক।


New-gen KTM RC 390
নতুন প্রজন্মের KTM RC 390 শীঘ্রই ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে। KTM-এর ওয়েবসাইট ইতিমধ্যেই এর নতুন দাম ফাঁস হয়েছে। 3.14 লক্ষ টাকা এক্স-শোরুম প্রাইসে পাওয়া যাবে এই বাইক। নতুন প্রজন্মের RC 390 একটি 373.2cc, একক-সিলিন্ডার, লিকুইড-কুলড, ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিনে চলবে। যা 43 hp ও 37 Nm পিক টর্ক জেনারেট করে। এই ইঞ্জিন একটি 6-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে পাওয়া যায়।


Ducati Scrambler 800 Urban Motard
মার্চে Scrambler 1100 Tribute Pro ও এপ্রিলে Multistrada V2 লঞ্চ করার পর, Ducati India এখন দেশে Scrambler 800 Urban Motored লঞ্চ করবে। এই স্ক্র্যাম্বলার সুপারমোটো স্টাইলের মোটরসাইকেল থেকে অনুপ্রাণিত। Ducati Scrambler 800 Urban Motard একটি 803cc, L-twin ইঞ্জিনে চলবে। যা 73 hp ও 66 Nm টর্ক উৎপন্ন করে, যা একটি 6-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে পাওয়া যাবে।


Keeway K-Light Cruiser
এবার ভারতের বাজারে দীর্ঘদিন পর নতুন কোনও বাইক কোম্পানি আত্মপ্রকাশ করতে চলেছ। কিওয়ে, একটি হাঙ্গেরিয়ান কোম্পানি এখন যারা চিনের কিয়ানজিয়াং মোটর কোম্পানির অংশ। এই একই গ্রুপ বেনেলির মালিক। 17 মে 2022 এ ভারতে তাদের প্রথম বাইক লঞ্চ করবে Keeway। দেশে Keyway Key K Lite 500cc ক্রুজার লঞ্চ করতে পারে কোম্পানি।


Triumph Tiger 1200
তালিকায় শেষ বাইকটি হল ব্রিটেনের বিগ ড্যাডি, টাইগার 1200। পুরোপুরি নতুন Triumph Tiger 1200 শীঘ্রই ভারতে লঞ্চ হবে। এই ADV বাইকটি নতুন 1,160cc ইনলাইন থ্রি-সিলিন্ডার ইঞ্জিনে চলে। যা 150 hp শক্তি ও 130 Nm পিক টর্ক জেনারেট করবে৷ ইঞ্জিনটি একটি 6-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে পাওয়া যাবে। 


আরও পড়ুন : Citroen C3 শীঘ্রই ভারতে, কমপ্যাক্ট ক্রসওভার সেগমেন্টে বড় বাজি এই গাড়ি