Citroen C3 Update: অপেক্ষার দিন শেষ হতে চলেছে। শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Citroen C3। শোনা যাচ্ছে,  আগামী মাসের মধ্যে ভারতের জন্য নির্দিষ্ট সংস্করণ প্রকাশ্যে আনবে কোম্পানি। 


Citroen C3 Update: ডিজাইনেই নজর কাড়বে এই কমপ্যাক্ট ক্রসওভার 
মূলত, এন্ট্রি লেভেলের ছোট এসইউভির বাজারকে কেন্দ্র করেই এই কমপ্যাক্ট ক্রসওভার গাড়ি আনছে সিট্রন। সম্প্রতি এই বিভাগেই লঞ্চ হয়েছে টাটার মাইক্রো এসইউভি পাঞ্চ। প্রথমেই ফাইভ স্টার সেফটি নিয়ে বাজারে নেমেছে গাড়ি। সঙ্গে রয়েছে ভরপুর ফিচার। সিস্ট্রন এলে সবার আগে পাঞ্চ ছাড়াও হুন্ডাইয়ের ভেন্যু ও কিয়ার সনেটের সঙ্গে লড়াই করতে হবে এই গাড়িকে।




Citroen C3: কত দাম হতে পারে ?
সিট্রনের C5 বিলাসবহুল SUV মডলের আদলেই তৈরি হয়েছে C3। একবার দেখলেই নজর কাড়বে এর ডিজাইন ও স্টাইলিং। ভারতে C5-এর পর  C3 হবে দ্বিতীয় গাড়ি। অন্য কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় নামতে এই গাড়ি দেশেই বেশিরভাগ অংশ তৈরি হয়েছে। ফলে দামের ক্ষেত্রে বাজারে বেশ প্রতিযোগিতা দিতে পারে এই গাড়ি। 


Citroen C3 Update: এসইউভি না ক্রসওভার ? 
অটোব্লগার গাড়িকে এসইউভির তকমা দিতে চাইলেও তাতে রাজি নয় কোম্পানি। Citroen C3-কে ক্রসওভার বলতেই বেশি পছন্দ করছে কোম্পানি। দৈর্ঘ্যের দিক থেকে এই গাড়ি সাব ফোর মিটার ক্যাটিগরিতেই আসবে। তবে অন্যান্য গাড়ির তুলনায় ভাল গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেবে এই গাড়ি। 


Citroen C3: গাড়িতে কী স্পেকস ও ফিচার ?
এই গাড়ির মূল বৈশিষ্ট এর সাধারণ সিট্রোয়েন গ্রিল। সঙ্গে থাকছে অনন্য স্টাইলিং। ইন্ডিয়ার জন্য বিশেষ করে যে গাড়িটি তৈরি করা হয়েছে, তার ইন্টেরিয়র এখনও প্রকাশ করা হয়নি। তবে মনে করা হচ্ছে, এটি গ্লোবাল ভার্সনের মতোই হবে। গাড়ির ভিতরে একটি বড় টাচস্ক্রিন, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ছাড়াও এই জাতীয় আরও বৈশিষ্ট্য থাকবে। C3 যে প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, তার ক্লাস স্ট্যান্ডার্ড অনুযায়ী একটি লম্বা হুইলবেস রয়েছে। যার অর্থ গাড়িতে ভাল জায়গা আশা করা যেতে পারে।


Citroen C3 Update: কী ইঞ্জিন থাকছে গাড়িতে ?
C3-তে কেবল পেট্রল ইঞ্জিনে লঞ্চ করা হবে। এটি 1.2l টার্বো ও নন-টার্বো ইঞ্জিন বিকল্পগুলির সঙ্গে পাওয়া যাবে। যেখানে ম্যানুয়াল প্লাস স্বয়ংক্রিয় উভয় অপশন থাকবে। তবে ভারতের বাজারে গাড়ির সাফল্যে মূল চাবিকাঠি হবে এর মূল্য। মনে করা হচ্ছে, বেশিরভাগ অংশই গাড়ির দেশে তৈরি হওয়ায় কমপ্যাক্ট ক্রসওভার বিভাগে প্রতিযোগিতামূলক দাম রাখতে পারে কোম্পানি। 


আরও পড়ুন : Smartphone Cooling Tips: অত্যধিক গরমে বিস্ফোরণ হতে পারে ফোনে ? গ্রীষ্মে এইভাবে ঠান্ডা রাখুন স্মার্টফোন