Upcoming Premium Bikes in 2022: চলতি বছরেই দেশের মাটিতে একের পর এক প্রিমিয়াম বাইক হবে লঞ্চ। যুব প্রজন্মের ক্রুজার বাইকের প্রতি আকর্ষণ দেখে বেশি পাওয়ারের বাইক আনতে চলেছে দেশি-বিদেশি কোম্পানিগুলি। হার্লে ডেভিডসন (Harley Davidson) থেকে রয়্যাল এনফিল্ড (Royal Enfield) সব কোম্পানির বাইক রয়েছে এই তালিকায় । জেনে নিন, আগামী দিনে দেশের রাস্তায় দেখা যাবে কোন নতুন বাইক।
Harley-Davidson Nightster 2022
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট করেছে হার্লে-ডেভিডসন। কোম্পানি জানিয়েছে, শীঘ্রই ভারতে নাইটস্টার চালু করতে চলেছে তারা। এই বাইকের গ্লোবাল ভ্যারিয়েন্টটি ৯৭৫ সিসির ৬০-ডিগ্রি ভি-টুইন ইঞ্জিন সহ ইউরো-৫ স্ট্যান্ডার্ডের সঙ্গে পাওয়া যায়। যা ৭৫০০ আরপিএমে ৯০ বিএইচপির সর্বোচ্চ শক্তি দেয়। এই বাইক ৫৭৫০ আরপিএমে ৯৫ নিউটন মিটার পিক টর্ক জেনারেট করে। এই একই ইঞ্জিন ভারতীয় মডেলের জন্যও পাওয়া যাবে।
Royal Enfield Hunter 350
অটো ব্লগারদের মতে, আগামী মাসেই তাদের হান্টার ৩৫০ লঞ্চ করবে রয়্যাল এনফিল্ড। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি কোম্পানি। তবে অগাস্টের প্রথমার্ধেই এটি চালু হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানি সূত্রে খবর, রয়্যাল এনফিলিডের সবথেকে সাশ্রয়ী মডেল হবে এটি। যা মাত্র কয়েকদিন আগে বাজারে আসা TVS Ronin-এর সঙ্গে প্রতিযোগিতা করবে।
Royal Enfield Shotgun 650
গত বছরের EICMA 2021-তে দেখানো হয়েছিল এই বাইক। রয়্যাল এনফিল্ড শটগান ৬৫০ হান্টার ৩৫০-এর পরে ভারতে লঞ্চ করা হবে। এই বাইক SG650 এর উত্পাদিত সংস্করণ হবে। এটির লঞ্চ সম্পর্কে কোম্পানির কাছ থেকে কোনও আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি তবে এই বছরের শেষের দিকে এটি চালু হবে বলে আশা করা হচ্ছে।
BMW G 310 RR
BMW তাদের নতুন বাইক BMW G 310 RR ভারতীয় বাজারে 15 জুলাই লঞ্চ করতে চলেছে। বাইকটি TVS Motors-এর Apache RR 310-এর একটি রিব্যাজড মোটরসাইকেল হতে চলেছে, যাতে কিছু ছোটখাটো বাহ্যিক পরিবর্তন হবে। এতেও টিভিএসের বাইকের মতো একই বৈশিষ্ট্য পাওয়া যাবে। এর দাম প্রায় ৩ লক্ষ (এক্স-শোরুম) হতে পারে।