কলকাতা: ছোটবেলা থেকেই নাচ করতে ভালোবাসতেন। প্রথমে দিদির থেকে নাচ শেখা, তারপর স্কুলের অনুষ্ঠানে অংশ নেওয়া। ছোট থেকেই মঞ্চ আকর্ষণ করত তাঁকে। ভালো নাচ করতেন বলে, সবসময় সামনের সারিতেই থাকতেন। কিন্তু একটু বড় হতেই সমস্যা তৈরি করল তাঁর উচ্চতা! 'ডান্স ডান্স জুনিয়র'-এর মঞ্চে বিচারকের চেয়ারে বসার আগে, নিজের ছোটবেলার গল্প শোনালেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। 


এই প্রথম ছোটপর্দায় পা রাখছেন রুক্মিণী। তবে কোনও চরিত্রে নয়, রুক্মিণী মৈত্র হয়েই। প্রথম সারির একটি চ্যানেলের ডান্স রিয়্যালিটি শো 'ডান্স ডান্স জুনিয়র'-এর মঞ্চে বিচারক হিসেবে থাকছেন তিনি। রুক্মিণী ছাড়াও ওই মঞ্চে বিচারক থাকছেন দেব ও মনামী ঘোষ। 


আরও পড়ুন: Sushant Singh Rajput Story: বলিউডে মাদক জোগানে একযোগে ষড়যন্ত্র, ৩৫ জনের বিরুদ্ধে খসড়া চার্জএনসিবি-র


খুদেদের বিচার করবেন রুক্মিণী, নিজে ছোটবেলায় নাচ করার অভিজ্ঞতা রয়েছে? রুক্মিণী বলছেন, 'ছোটবেলায় ভালো নাচ করতাম বলে সবসময় স্কুলে সামনের সারিতে সুযোগ পেতাম। কিন্তু পঞ্চম-ষষ্ঠ শ্রেণীতে হঠাৎ করে অনেকটা লম্বা হয়ে যাই আমি। ফলে সবসময় পিছনের সারিতে নাচ করতে হত। আমি বিরক্ত হয়ে নাচ করা ছেড়েই দিয়েছিলাম। পরে অবশ্য আমার সেই উচ্চতার জন্যই হয়তো প্রথম ছবির অফার পেয়েছিলাম। আমার প্রথম নাচ শেখা দিদির কাছে। তারপরে স্কুলে প্রথাগত শিক্ষা। ডান্স ডান্স জুনিয়র আমায় আবার ছোটবেলায় ফিরিয়ে আনল।'


'কিশমিশ'-এর সাফল্যই কী ছোটপর্দায় দেব-রুক্মিণীকে নিয়ে এল? অভিনেত্রী বলছেন, 'আমি প্রথমবার একটি অ্যাওয়ার্ড শো-তে নাচ করেছিলাম। তখনই কানাঘুষো শুনেছিলাম, নাচের কোনও অনুষ্ঠানে আমায় ভাবা হতে পারে। তবে আমার আর দেবের সঙ্গে সম্পূর্ণ আলাদাভাবে কথা হয়েছিল। দেব আর মনামী আগেও এই শো-তে বিচারক হিসেবে থেকেছে। এরা দুজনেই খুব ভাল নৃত্যশিল্পী। আমি বিচারকের চেয়েও বেশি একজন অনুপ্রেরণা হিসেবে কাজ করতে চাই, যে ছোটদের আরও ভালো কাজ করার উৎসাহ দেবে।'