নয়াদিল্লি: লাফিয়ে দাম বাড়ছে জ্বালানির। প্রতিদিনই নয়া রেকর্ড গড়ছে পেট্রোল-ডিজেল। টান পড়ছে আমজনতার পকেটে। তাই জ্বালানির (Fuel) জ্বালা কমাতে এবার অন্যদিকে ঝুঁকছেন ক্রেতারা। ফলে এখন সিএনজির দিকে ঝুঁকছেন  তাঁরা। ক্রেতাদের সেই চাহিদার কথা মাথায় রেখেই এবার সিএনজি (CNG) গাড়ি তৈরি করছে একাধিক সংস্থা। কারখানা থেকেই সিএনজি কিট (CNG Kit) ফিট করে দেওয়া হচ্ছে গাড়িতে। পেট্রোল-ডিজেলের তুলনায় অনেকটাই দাম কম সিএনজির। ফলে গাড়ি চালাতেও খরচ হচ্ছে অনেকটাই কম। ইদানিং ভারতে নানা জায়গায় সিএনজি স্টেশন তৈরি হচ্ছে। ফলে জ্বালানির জোগান নিয়েও আগের চেয়ে চিন্তা কমেছে। 


কী কী গাড়ি?
ভারতের প্রথম সারির গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি তাঁদের একাধিক মডেলে কাস্টম ফিটেড সিএনজি কিট আনছে অথবা ইতিমধ্যেই এনে ফেলেছে। 
টাটা টিয়াগো (Tata Tiago)
টাটা টিগর (Tata Tigor)
হুন্ডাই ভেনু (Hyundau Venue)
কিয়া সনেট (Kia Sonnet)
মারুতি ব্রেজা (Maruti Brezza)
এই গাড়িগুলিতে সিএনজি অপশন আসছে। আগে সাধারণ ছোট হাচব্যাকগুলিতে সিএনজি অপশন থাকলেও এখন সাব কম্প্যাক্ট এসইউভি-তেও আসছে সিএনজি অপশন। 




একাধিক মডেল:
সম্প্রতি সিএনজি মডেলের গাড়ির টেস্ট করেছে কিয়া (Kia)। তাদের সনেট (Kia Sonnet) মডেলের ১.২ লিটার পেট্রোল অথবা ১ লিটার টার্বো মডেলে সিএনজি (CNG) ভ্যারিয়েন্ট আনতে পারে কিয়া, খবর সূত্রের। দুটি ক্ষেত্রেই পেট্রোল ভ্যারিয়েন্টের থেকে সিএনজি ভ্যারিয়েন্ট কম শক্তিশালী। একই কথা বলা যায় হুন্ডাই ভেনুর (Hyundai Venue) সিএনজি নিয়েও। এই মডেলে ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে হুন্ডাই ভেনুর। সেটির তুলনায় একই ইঞ্জিনের সিএনজি ভার্সন কম শক্তিশালী। 
মারুতিও তাদের ব্রেজা (Maruti Brezza) মডেলের জন্য সিএনজি ভ্যারিয়েন্ট আনছে। ১.৫ লিটার ইঞ্জিনের মডেলেই সিএনজি ভ্যারিয়েন্ট আনছে মারুতি। শুধু তাই নয়, তাদের পুরনো এসইউভি মডেল এর্টিগা (Ertiga) নতুন করে লঞ্চ করেছে মারুতি। তাতেও সিএনজি অপশন রাখছে মারুতি। এসইউভিতে সিএনজি অপশন এলে তা ক্রেতাদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পেট্রোলের দাম চড়ছে, ডিজেলের দামও আকাশছোঁয়া। ফলে মাইলেজ নিয়ে চিন্তায় থাকা ক্রেতারা সিএনজি বেছে নেবেন বলে মনে করেছে গাড়ি বিশেষজ্ঞরা। 


গিয়ারবক্স:
Kia, Hyundai বা Maruti-সব সংস্থার ক্ষেত্রেই তাদের এসইউভি-এর জন্য সিএনজি ভ্যারিয়েন্টের যে মডেল আনা হচ্ছে, তাতে শুধুমাত্র ম্যানুয়াল গিয়ারবক্সের অপশন থাকছে।     


আরও পড়ুন: প্রাচীন সংস্কৃতি থেকে ঐতিহাসিক সৌধ, রক্ষার বার্তা দেয় আজকের দিন