কলকাতা: বিভিন্ন ঐতিহাসিক সৌধ এবং ঐতিহাসিক জায়গা নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে এবং স্থানীয় সংস্কৃতির প্রচারের জন্য প্রতিবছর ১৮ এপ্রিল একটি বিশেষ দিন পালন করা হয়। যাকে বলা হয় International Day for Monuments and Sites. এটারই আর একটা নাম বিশ্ব হেরিটেজ দিবস (World Heritage Day). বিশ্বব্যাপী এই দিনটা পালন করার পিছনে মূল উদ্যোক্তা প্যারিসের সংস্থা The International Council on Monuments and Sites.
কেন পালিত হয়?
বিশ্বজুড়ে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে নানা প্রাচীন সভ্যতার নিদর্শন। স্থায়ী জনগোষ্ঠীর সঙ্গে যা ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকে। এই দিনটিতে বিশ্বজুড়ে সংস্কৃতির বিভিন্নতার দিকগুলি তুলে ধরা হয়। তার সঙ্গেই প্রাচীন সভ্যতার নিদর্শনগুলি টিকিয়ে রাখার বার্তাও দেওয়া হয়।
কবে শুরু:
১৯৮২ সালে প্রথম পালন করা হয় ইন্টারন্য়াশনাল ডে ফর মনুমেন্ট অ্যান্ড সাইটস (International Day for Monuments and Sites) প্রথম এটি পালন করা হয় ICOMOS-এর তরফে। পরে এই সিদ্ধান্তে সিলমোহর দেয় ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (UNESCO)। ১৯৮৩ সালে ২২তম জেনারেল কনফারেন্সে এই দিনটিকে স্বীকৃতি দেওয়া হয়।
এই বছরের থিম:
এই বছর ওয়ার্ল্ড হেরিটেজ ডে-এর থিম 'Heritage and Climate'। হেরিটেজ সৌধ ও জায়গাগুলিকে ঠিকমতো রাখার বার্তা দেওয়া হয়েছে। সঙ্গে জোড়া হয়েছে পরিবেশ বাঁচানোর বার্তাও।
আরও পড়ুন: পাহাড়ের অন্য রূপে ভোলাবে দক্ষিণ