Deepak Builders IPO: আজই এই আইপিওর সাবস্ক্রিপশনের শেষ দিন। আর সাবস্ক্রিপশন শেষ হওয়ার আগেই হু হু করে বাড়ল এই আইপিওর জিএমপি। উপচে পড়েছে বিনিয়োগকারীদের ভিড়। ২১ অক্টোবর সোমবার বাজারে এসেছিল এই আইপিও (Upcoming IPO)। ২৩ অক্টোবর অর্থাৎ আজ বুধবার পর্যন্ত চলবে সাবস্ক্রিপশন। আইপিওর প্রাইসব্যান্ড ছিল ২০৩ টাকা, এখন এই আইপিওর জিএমপি প্রাইসব্যান্ডের থেকেও ৩০ শতাংশ বেড়ে গিয়েছে। ৩১ টাকার প্রিমিয়ামে ট্রেড করছে এই আইপিওর জিএমপি। সংস্থার নাম দীপক বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারস (Deepak Builders and Engineers IPO)।


এই আইপিওর মাধ্যমে সংস্থা ৮৯ লক্ষ ৬৭ হাজার শেয়ার ছেড়েছিল বাজারে। আর বিনিয়োগকারীদের থেকে ইতিমধ্যেই সাবস্ক্রিপশন এসেছে ১৩ কোটি ৫৭ লক্ষ ১৮ হাজার শেয়ারের জন্য। আজ বুধবার সকাল ১০.৩৬ নাগাদ পর্যন্ত এই আইপিও ১৫.১৪ গুণ ওভারসাবস্ক্রিপশন হয়েছে। আর দেখা গিয়েছে এই আইপিওর জন্য সবথেকে বেশি বিড করেছেন অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। ২৪.৩৪ গুণ সাবস্ক্রাইব করেছে অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। অন্যদিকে খুচরো বিনিয়োগকারীরা সাবস্ক্রাইব করেছেন ১৯.২১ গুণ। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই আইপিওতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের থেকে সাবস্ক্রিপশন এসেছে ১.১০ গুণ।


দীপক বিল্ডার্স ও ইঞ্জিনিয়ারিং সংস্থার আইপিওর প্রাইসব্যান্ড রাখা হয়েছিল ১৯২ টাকা থেকে ২০৩ টাকার মধ্যে। একটি লটে রয়েছে ৭৩টি শেয়ার। ফলে বিনিয়োগকারীদের ন্যূনতম ৭৩টি শেয়ারের জন্য এই আইপিওতে বিনিয়োগ করতে হবে। ফলে একজন খুচরো বিনিয়োগকারীর পক্ষে এই আইপিওতে বিনিয়োগের জন্য ন্যূনতম ১৪,৮১৯ টাকার দরকার ছিল।


২৪ অক্টোবর বৃহস্পতিবার এই আইপিওর অ্যালটমেন্ট দেওয়া হবে। আর তার পরের দিন অর্থাৎ ২৫ অক্টোবর বিনিয়োগকারীদের ডিম্যাট অ্যাকাউন্টে এই সংস্থার শেয়ার জমা হয়ে যাবে। আগামী ২৮ তারিখ সোমবার বম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে পারে দীপক বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের শেয়ার।


২০১৭ সালে তৈরি হয়েছিল দীপক বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইন্ডিয়া সংস্থা। এটি মূলত একটি কনস্ট্রাকশন সংস্থা, অ্যাডমিনিস্ট্রেটিভ, ইন্সটিটিউশনাল, ইন্ডাস্ট্রিয়াল, রেসিডেন্সিয়াল ইত্যাদি নানা ধরনের বাড়ি বানিয়ে থাকে এই সংস্থা। বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন প্রজেক্টে কাজ করেছে এই সংস্থা।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Hyundai Share Price: লিস্টিংয়ে মুনাফা দিল না হুন্ডাইয়ের IPO, কত লোকসান বিনিয়োগকারীদের ?