BSNL New Services: সরকারি টেলিকম অপারেটর সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড সম্প্রতি তাদের নতুন লোগো প্রকাশ করেছে। টেলিকম সংস্থার (BSNL Logo) বক্তব্য অনুসারে এই লোগোটি আদপে বিশ্বাস, শক্তি এবং সারা দেশব্যাপী বিস্তৃতির পরিচায়ক। দেশে ৪জি নেটওয়ার্ক শুরু করার আগে এই টেলিকম অপারেটর সংস্থা আরও ৭টি নতুন পরিষেবা (BSNL New Services) নিয়ে এল গ্রাহকদের জন্য। এর মধ্যে রয়েছে স্প্যাম ব্লকিং সিস্টেম, ওয়াইফাই রোমিং, ইন্টারনেট টিভি, ডিরেক্ট টু ডিভাইস ইত্যাদি পরিষেবাও।


ফাইবার ইন্টারনেট গ্রাহকদের জন্য কী সুবিধে


বিএসএনএল সম্প্রতি লঞ্চ করেছে দেশব্যাপী ওয়াইফাই রোমিং পরিষেবা, শুধুমাত্র ফাইবার ইন্টারনেটের গ্রাহকদের জন্য। এখন থেকে এই গ্রাহকরা বিএসএনএল হটস্পটের মাধ্যমে কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা পেয়ে যাবেন।


নতুন ফাইবার-বেসড টিভি সার্ভিস


নতুন একটি ফাইবার-বেসড টিভি সার্ভিস শুরু করেছে বিএসএনএল যেখানে ৫০০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল রয়েছে। কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই এই সমস্ত সুবিধে পাবেন ফাইবার ইন্টারনেটের গ্রাহকরা।


সিমকার্ড আপগ্রেড ও কেনার জন্য চালু হবে কিয়স্ক


বিএসএনএল সম্প্রতি তাদের এই সিমকার্ড ম্যানেজমেন্টের ব্যবস্থা আরও সহজতর করার কাজটি করে ফেলেছে। অটোমেটেড কিয়স্ক চালু করেছে এই সংস্থা যেগুলির মাধ্যমে সারা দিন রাত যখন খুশি গ্রাহকরা নিজেদের জন্য সিমকার্ড কিনতে ও আপগ্রেড করাতে পারবে।


ডিরেক্ট টু ডিভাইস পরিষেবা


ভারতের প্রথম ডিরেক্ট টু ডিভাইস পরিষেবা চালু করেছে বিএসএনএল। এর মাধ্যমে স্যাটেলাইট ও মোবাইল নেটওয়ার্ক মিশে গিয়েছে। প্রত্যন্ত এলাকায় নেটওয়ার্ক ছাড়াই যাতে ফোন করা যায় তাই এই পরিষেবা নিয়ে এসেছে বিএসএনএল।


স্প্যাম ব্লকিং পরিষেবা


এয়ারটেলের মত এবার বিএসএনএলও স্প্যাম ব্লকিং সুবিধে নিয়ে এসেছে। এর মাধ্যমে ফোনে আসা স্প্যাম কল, মেসেজ, সন্দেহজনক কিছু আপনা থেকেই ব্লক হয়ে যাবে।


এই পরিষেবাও শুরু করেছে বিএসএনএল


এছাড়াও বিএসএনএল একটি প্রাইভেট ৫জি নেটওয়ার্ক পরিষেবা শুরু করেছে সাধারণ মানুষের সুরক্ষা ও বিপর্যয় মোকাবিলার জন্য, এমনকী মাইনিং অপারেশনের জন্যও এই পরিষেবা পাওয়া যাবে। এর মাধ্যমে দ্রুত গতির ইন্টারনেট পাওয়া যাবে মাটির নিচে এবং গভীর খনির ভিতরেও।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Cyber Scam: গলার স্বর নকল করে জালিয়াতির চেষ্টা, চিন্তায় খোদ এয়ারটেলের চেয়ারম্যানও