শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: লোকসভা ভোটে (Election Result 2024) তৃণমূলের জগদীশ বাসুনিয়ার কাছে হেরে গিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। আর তার পরই কোচবিহারের বিজেপিতে ভাঙ্গনের (Coochbehar BJP Rift) খবর। তাও আবার একেবারে নিশীথ প্রামাণিকের খাসতালুক বলে পরিচিত ভেটাগুড়ির ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। সেখানকার পঞ্চায়েত প্রধান, উপপ্রধান-সহ ১০ জন পঞ্চায়েত সদস্য় (BJP Workers In TMC) তৃণমূলে যোগ দিলেন এদিন।
ছবিটা কী রকম?
এদিন, তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী জগদীশ বাসুনিয়ার হাত ধরে তাঁরা জোড়াফুলের পতাকা হাতে তুলে নেন। ১৮ আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে আগে থেকে ৬ জন তৃণমূল সদস্য ছিলেন। এবার ১০ জন বিজেপি সদস্য তৃণমূলে যাওয়ায় সংখ্যাটি দাঁড়াল ১৬। অন্যদিকে বিজেপির সংখ্যা কমে হল ২। বিজেপির পঞ্চায়েত সদস্যদের যোগদানের পর কার্যত বিজেপি পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতের দখল নিতে চলেছে তৃণমূল। অন্য দিকে, গেরুয়া শিবিরের দাবি, ভয় দেখিয়ে পঞ্চায়েত সদস্যদের যোগদান করানো হয়েছে। এর আগে শীতলকুচির নয়ারহাট গ্রাম পঞ্চায়েত প্রধান তৃণমূলে যোগদান করায় সেই গ্রাম পঞ্চায়েত দখল নেয় তৃণমূল। এই মুহূর্তে কোচবিহার জেলায় ২৪ টি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে।
ভাঙ্গন ভোটের আগেও...
বিজেপির সংগঠনে ফাটল ধরানোর অভিযোগ আগেও উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। খুব বেশিদিন আগেকার কথা নয়। গত মাসেই, ব্যারাকপুর লোকসভার অন্তর্গত হালিশহরে এরকই একটি ছবি ধরা পড়েছিল। সেখানকার মঙ্গলদীপ ভবনে, হালিশহর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকারের হাত ধরে শতাধিক কর্মী তৃণমূলে যোগদান করেছিলেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন মহিলাও ছিলেন। তৃণমূলের দাবি, বিজেপির বুথ সভাপতিরাও বিজেপির থেকে মোহভঙ্গ হয়ে তৃণমূলে সামিল হন। এই যোগদান সমাবেশে উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ। তৃণমূল নেতৃত্বের আরও দাবি, বিজেপির মিথ্যাচারের ফলে শতাধিক কর্মী বিজেপি ত্যাগ করলেন। ব্যারাকপুরের বিজেপি নেতা আবিষ্কার ভট্টাচার্য যদিও বলেছিলেন, "আমি দীর্ঘদিন রাজনীতি করেছি। ওরা যাঁদের বিজেপির বুথ সভাপতি বলছে আমি কোনও মিটিং বা মিছিলে তাঁদের দেখিনি। ওনারা প্রত্যক্ষভাবে বিজেপি কোনওদিন করতেন কিনা সেটা আমরা জানি না। ওরা বারবার নিজেদের লোককে জয়েন করিয়ে বিজেপির লোক বলে প্রমাণ করার চেষ্টা করে। এবারও সেটাই করেছে।"
আরও পড়ুন:এখনই সরকার গঠন নয়, বিরোধী হিসেবেই ফ্যাসিস্ত BJP-র মোকাবিলা, সিদ্ধান্ত I.N.D.I.A-র