JNK India IPO: আজ মঙ্গলবার ২৩ এপ্রিল বাজারে আসতে চলেছে জেএনকে ইন্ডিয়ার আইপিও। তবে তাঁর আগেই আইপিও বাজারে আসার আগেই অ্যাঙ্কর বিনিয়োগকারীদের কাছ থেকে ১৯৫ কোটি টাকা সংগ্রহ করল এই সংস্থা। গতকাল ২২ এপ্রিল এক্সচেঞ্জ ফাইলিংয়ে এমনই তথ্য দিয়েছে জেএনকে ইন্ডিয়া (JNK India IPO)। সোমবার এই সংস্থা বাজারে মোট ৪৬,৯৪,৯৮৯ টি ইকুইটি নতুন শেয়ার ইস্যু করেছিল। প্রতি শেয়ারের দাম ধার্য করা হয়েছিল ৪১৫ টাকা। মূলত এই শেয়ার সংরক্ষিত ছিল অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য।


অ্যাঙ্কর বিনিয়োগকারীদের থেকে সাড়া


২২ এপ্রিল সংস্থার বোর্ড মেম্বারদের সঙ্গে মিটিংয়ে অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য নির্দিষ্ট শেয়ার সংরক্ষিত রাখার কথা জানানো হয়। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের (JNK India IPO) দাম ধার্য করা হয়েছে ৪১৫ টাকা। এই সংস্থার বুক রানিং লিড ম্যানেজারের ভূমিকায় আছে IIFL Securities এবং ICICI Securities। এই অ্যাঙ্কর বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে গোল্ডম্যান স্যাক্স, কোটাক মিউচুয়াল ফান্ড, এইচডিএফসি মিউচুয়াল ফান্ড, নিপ্পন মিউচুয়াল ফান্ড, মিরায়ে অ্যাসেট ফান্ড, ডিএসপি, এলআইসি, বাজাজ অ্যালিয়াঞ্জ লাইফ ইনসিওরেন্স এবং আদিত্য বিড়লা সান লাইফ ইনসিওরেন্স। মোট অ্যালোকেশনের মধ্যে ২৭,৫৩,৫৯৪ ইকুইটি শেয়ার ৭টি ডোমেস্টিক মিউচুয়াল ফান্ড কিনে নিয়েছে। সামগ্রিক অ্যাঙ্কর বুকের মোট ৫৯.৫০ শতাংশই কেনা আছে দেশের বিভিন্ন মিউচুয়াল ফান্ড হাউজের দ্বারা।


আইপিও সম্পর্কে বিশদ তথ্য


বাজারে ৩০০০ মিলিয়ন শেয়ার ছাড়তে চলেছে জেএনকে ইন্ডিয়া। এর মধ্যে অফার ফর সেলের মাধ্যমে বিক্রি করা হবে ৮,৪২১,০৫২ ইকুইটি শেয়ার (JNK India IPO)। আজ ২৩ এপ্রিলই বাজারে আসবে জেএনকে ইন্ডিয়ার শেয়ার। এই আইপিওতে বিডিং চলবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত। আইপিওর প্রাইসব্যান্ড রাখা হয়েছে ৩৯৫ টাকা থেকে ৪১৫ টাকার মধ্যে। আইপিও কিনতে গেলে এক লটে মোট ৩৬টি শেয়ার কিনতে হবে বিনিয়োগকারীদের। আর এই আইপিওর মাধ্যমে আপার প্রাইসব্যান্ডে মোট ৬৪৯.৪৭ কোটি টাকা বাজার থেকে তুলতে চাইছে জেএনকে ইন্ডিয়া।


কার জন্য কত সংরক্ষণ


বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে এই অফার দেওয়া হচ্ছে আইপিওতে। এক্ষেত্রে সমগ্র শেয়ারের ৫০ শতাংশ সংরক্ষিত আছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য, ১৫ শতাংশ রয়েছে অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য এবং ৩৫ শতাংশ রয়েছে ব্যক্তিগত খুচরো বিনিয়োগকারীদের জন্য।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )


আরও পড়ুন: Best Stocks To Buy: আজ বাজারে এই তিন স্টকে রাখতে পারেন ভরসা, তবে স্টপলস রাখতেই হবে এখানে