ঝিলম করঞ্জাই, কলকাতা : প্রবল গরমে জ্বলে পুড়ে খাক শহর থেকে গ্রাম। ফের বুধবার থেকে বাড়বে তাপমাত্রা, বলছে আবহাওয়া দফতর। ফের চরম তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। কলকাতাতেও বইবে লু। মঙ্গলবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তাই তাপমাত্রা কিছুটা কম অনুভূত হবে। মঙ্গলে কলকাতা ও হাওড়ায় তাপপ্রবাহ থাকবে না। মঙ্গলবার তাপপ্রবাহের পরিস্থিতি উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ,ঝাড়গ্রাম ,পুরুলিয়া, বাঁকুড়া ,হুগলি ,পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে।  চরম তাপপ্রবাহ থাকবে বঙ্গের দু এক জায়গায়।  পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম বর্ধমান জেলায় তীব্র হবে গরমের কষ্ট। 


ফের তাপপ্রবাহ, কবে কোন জেলায়?


বুধবার চরম তাপপ্রবাহের সতর্কবার্তা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম জেলাতে। বুধবার 
কলকাতা সহ বাকি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার চরম তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে ৯ জেলাতে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি বাঁকুড়া বীরভূম জেলাতে চরম তাপপ্রবাহ চলবে। কলকাতা সহ বাকি জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি থাকবে। 


আরও পড়ুন:SSC নিয়োগ দুর্নীতি মামলায় স্কুলে ২৫ হাজার ৭৫৩জনের চাকরি বাতিল করল হাইকোর্ট


উত্তরবঙ্গের আবহাওয়া


উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে, বৃষ্টির পরিমাণ কমবে। গরম বাড়বে। মালদা ও দুই দিনাজপুর জেলাতে তাপমাত্রা বাড়তে পারে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা এই দুই জেলাতেও। উত্তরবঙ্গেও তাপপ্রবাহের প্রভাব পড়েছে। নিচের দিকে জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া রয়েছে। অন্যদিকে উপরের দিকে জেলাগুলিতে ক্রমশ বৃষ্টি কমে যাবে, বাড়বে তাপমাত্রা। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে। 


কলকাতার তাপমাত্রা 


 ১৯৮০ সালের এপ্রিল মাসে তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। সেবার রেকর্ড গরম পড়েছিল কলকাতায়। সর্বোচ্চ তাপমাত্রায় হয়েছিল রেকর্ড। এখনও পর্যন্ত কলকাতার পারদ ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করেছে। একটানা ৪০ এর উপর কলকাতার তাপমাত্রা আট দিন ছিল ২০১৬ য় ও ২০০৯ সালে। ২০২৩ সালেও কলকাতায় ৫ দিন ছিল ৪০-এর উপর সর্বোচ্চ তাপমাত্রা । ২০২৪ এ মাত্র দুদিন কলকাতায়  টানা ৪০ ডিগ্রির উপরে ছিল তাপমাত্রা ।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।