IPO News: আগামী সপ্তাহেই বাজারে আসছে জেএনকে ইন্ডিয়ার আইপিও (Upcoming IPO)। মেইনবোর্ডে আবার আইপিও আসতে শুরু করবে এই সংস্থার হাত ধরেই। আগামী মঙ্গলবার ২৩ এপ্রিল বাজারে আসবে এই জেএনকে আইপিও। এই আইপিওর সাবস্ক্রিপশন চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য যদিও এই সংস্থার আইপিও খুলতে চলেছে ২২ এপ্রিল। তবে এখনও আইপিওর প্রাইসব্যান্ড জানা যায়নি।


আইপিও আনছে জেএনপি


জেএনকে ইন্ডিয়া সংস্থা এবার ৩০০ কোটি টাকার আইপিও (Upcoming IPO) আনতে চলেছে। একইসঙ্গে এই আইপিওর অফার-ফর-সেলে ৮,৪২১,০৫২ ইকুইটি শেয়ার বাজারে ছাড়বে এই সংস্থা। প্রতিটি শেয়ারের ফেসভ্যালু থাকছে ২ টাকা। এই সংস্থার শেয়ারহোল্ডার প্রোমোটারদের মধ্যে উল্লেখ্য হল গৌতম রাম্পেলি, জে এনকে গ্লোবাল, ম্যাসকট ক্যাপিটাল এবং মার্কেটিং প্রাইভেট লিমিটেড, এই সংস্থার ব্যক্তিগত সেলার শেয়ারহোল্ডার মিলিন্দ জোশী। এই আইপিওর মাধ্যমে সংস্থা সংগৃহীত অর্থ দিয়ে কর্পোরেট উদেশ্য সাধন এবং প্রয়োজনীয় ব্যবসায়িক মূলধনের জোগান দেবে।


আইপিওর সংরক্ষণ


আগামী ২৬ এপ্রিল অ্যালটমেন্ট ডেট ধার্য করা হয়েছে জেএনকে আইপিওর। তারপর ২৯ এপ্রিল সোমবার রিফান্ড শুরু করবে এই সংস্থা। একইদিনে বিনিয়োগকারীদের ডিম্যাট অ্যাকাউন্টে (Upcoming IPO) পাঠানো হবে এই শেয়ার। ৩০ এপ্রিল এই সংস্থার শেয়ার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ও বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে। জেএনকে ইন্ডিয়া লিমিটেড তাঁর আইপিওর ন্যূনতম ১৫ শতাংশ সংরক্ষিত রেখেছে অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য, যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ধার্য আছে ৫০ শতাংশ শেয়ার এবং ৩৫ শতাংশ শেয়ার রয়েছে খুচরো বিনিয়োগকারীদের জন্য।


জেএনকে ইন্ডিয়ার ব্যবসা


জেএনকে ইন্ডিয়া অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র, তামিলনাড়ু পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে প্রজেক্টে কাজ করেছে। এমনকী মেক্সিকো ও নাইজেরিয়াতেও কাজ করেছে এই সংস্থা। এখন এই সংস্থা ওমান, আলজেরিয়া, ভারতের গুজরাট, ওড়িশা, হরিয়ানা, রাজস্থানে প্রজেক্ট করতে যুক্ত।   


(  মনে রাখবেন  : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )


আরও পড়ুন: NFO Alert: মিউচুয়াল ফান্ডে টাকা রাখেন ? বাজারে আসছে নতুন ৫ ফান্ড, কীভাবে বিনিয়োগ করবেন ?