JSW Cement IPO: সজ্জন জিন্দালের নেতৃত্বে জেএসডব্লিউ সিমেন্ট এবার একটি বড় বিনিয়োগের রাস্তা খুলে দিতে চলেছে। বাজারে ৪ হাজার কোটি টাকার আইপিও আনতে চলেছে এই সংস্থা। বাজার নিয়ন্ত্রক সেবির কাছে এই সংস্থা আইপিওর (Upcoming IPO) প্রস্তাব জমা দিয়েছে গতকাল শুক্রবার। সিমেন্ট সেগমেন্টে এবার আধিপত্য বাড়বে এই সংস্থার। বেশ কিছুদিন ধরে এই সেগমেন্টে (JSW Cement) আদিত্য বিড়লা গ্রুপ এবং আদানি গ্রুপের মধ্যে টানাপোড়েন চলেছে, এবার এই লড়াইয়ে নামবে জেএসডব্লিউ সিমেন্টও।


এই সিমেন্টের আইপিও বদলে দেবে বাজার


রিপোর্ট অনুসারে জেএসডব্লিউ সিমেন্টের আইপিওর তালিকাভুক্তির ফলে ভারতের শেয়ার বাজারে বড় ধরনের কোনও পরিবর্তন আসতে চলেছে। ইতিমধ্যেই এই সংস্থা জানিয়েছে যে ২০২৪ সালের মধ্যেই দেশের বাজারে আইপিও আনতে চলেছে। জেএসডব্লিউ গ্রুপের এনার্জি, স্টিল ও পোর্ট কোম্পানিগুলির শেয়ার ইতিমধ্যেই বাজারে তালিকাভুক্ত হয়েছে। কিছু সময় আগে বাজারে তালিকাভুক্ত হয়েছে জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচারের শেয়ারও।


রাজস্থানে সিমেন্ট কারখানায় ৩ হাজার কোটি খরচ করবে সংস্থা


জেএসডব্লিউ সিমেন্টের এমডি পার্থ জিন্দাল গত বছর অগাস্ট মাসে বলেছিলেন যে, ৬০ মিলিয়ন টন উৎপাদন ক্ষমতা অর্জন করতে হবে আমাদের। আর তাই জন্য জেএসডব্লিউ সিমেন্টের আইপিও আনা জরুরি বলেই তিনি মনে করেছেন। বর্তমানে কোম্পানির উৎপাদন ক্ষমতা প্রতি বছর ২০.৬০ মিলিয়ন টন। দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ভারতে এই সংস্থার উপস্থিতি রয়েছে। এখন এই সংস্থা উত্তর ও মধ্য ভারতেও জায়গা করে নিতে চায়। এজন্য এই সংস্থা রাজস্থানের নাগৌর জেলায় গ্রিনফিল্ড সিমেন্ট প্ল্যান্টে ৩ হাজার কোটি টাকা খরচ করবে বলে জানিয়েছে।


প্রাইভেট ইকুইটি বিনিয়োগকারীদের কাছে নেওয়া হয়েছে ১৫০০ কোটি টাকা


২০২১ সালের জুলাই মাসে বেসরকারি ইকুইটি বিনিয়োগকারী অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট এবং সিনার্জি মেটাল ইনভেস্টমেন্ট হোল্ডিং থেকে ১৫০০ কোটি টাকা সংগ্রহ করেছে। আগেই বলা হয়েছিল যে আইপিও আনার সময় এই বিনিয়োগের মূল্য নির্ধারণ করা হবে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Petrol Price: অপরিশোধিত তেলে ফের কর কমাল সরকার, পেট্রোল-ডিজেল কি এবার সস্তায় পাবেন ?