Premier Energies IPO: প্রিমিয়ার সোলার সিস্টেম প্রাইভেট লিমিটেড অর্থাৎ প্রিমিয়ার এনার্জিস সংস্থা এবারে আইপিও আনতে চলেছে বাজারে। প্রিমিয়ার এনার্জিসের (Premier Energies IPO) আইপিও আগামী ২৭ অগাস্ট বাজারে আসছে, ২৯ অগাস্ট পর্যন্ত চলবে এই আইপিওর (IPO News) বিডিং। বাজার থেকে ২৮৩১ কোটি টাকা তুলতে চায় এই সংস্থা। সম্প্রতি এই সংস্থা তাদের এই আইপিওর প্রাইসব্যান্ড প্রকাশ করেছে। ৪২৭ থেকে ৪৫০ টাকার প্রাইসব্যান্ড (Upcoming IPO) থাকছে এই সংস্থার আইপিওর।
আইপিওর ইস্যু সাইজ ২৮৩১ কোটি টাকার
বাজারে আইপিও এনে প্রিমিয়ার এনার্জিস সংস্থা তুলতে চাইছে ১২৯১.৪ কোটি টাকা যা শুধুমাত্র নতুন শেয়ার ইস্যু করার মাধ্যমে তুলবে সংস্থা। আর অন্যদিকে অফার ফর সেলের মাধ্যমে এই সংস্থা বাকি টাকা সংগ্রহ করবে। অফার ফর সেলের মাধ্যমে মোট ৩ কোটি ৪২ লক্ষ ইকুইটি শেয়ার বিক্রি করবে প্রিমিয়ার এনার্জিস সংস্থা। আইপিওর মাধ্যমে তাই বাজারে মোট ৬ কোটি ২৯ লক্ষ ৯১৯৮ টি শেয়ার ছাড়বে এই সংস্থা। প্রতিটি শেয়ারের ফেসভ্যালু থাকছে ১ টাকা। আর একইসঙ্গে ১০ কোটি টাকা মূল্যের শেয়ার সংরক্ষিত রেখেছে এই সংস্থা শুধু তাদের কর্মীদের জন্য।
প্রাইসব্যান্ড কত থাকছে
প্রিমিয়ার এনার্জিস সংস্থার শেয়ারের প্রাইসব্যান্ড ধার্য করা হয়েছে ৪২৭ টাকা থেকে ৪৫০ টাকা। একটি লটে থাকবে মোট ৩৩টি শেয়ার। কর্মীরা শেয়ার কিনলে প্রতি শেয়ারে ২২ টাকা হারে ছাড় পাবেন। আইপিও বাজারে লঞ্চ করলে ৪৫০ টাকা হিসেবে এই সংস্থার বাজার মূলধন হবে ২০,২৮৫ কোটি টাকা। ২৭ অগাস্ট থেকে ২৯ অগাস্ট পর্যন্ত চলবে এই আইপিওর বিডিং এবং আগামী ৩০ অগাস্ট অ্যালটমেন্ট পাওয়া যাবে এই আইপিওর। আগামী ২ সেপ্টেম্বর আইপিওর রিফান্ড পাবেন বিনিয়োগকারীরা।
সৌরকোশ প্রস্তুত করে এই সংস্থা
ভারতের দ্বিতীয় বৃহত্তম সোলার সেল ও সোলার মডিউল ম্যানুফ্যাকচারিং কোম্পানি হল এই প্রিমিয়ার এনার্জিস সংস্থা। ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতের সমস্ত সংস্থার মধ্যে মার্কিন মুলুকে সৌরকোশ রফতানিতে এই সংস্থা শীর্ষে রয়েছে। মার্কিন মুলুকে মোট ৩১.২ মিলিয়ন ডলার মূল্যের সৌরকোশ রফতানি করেছে এই সংস্থা। হায়দরাবাদ, তেলেঙ্গানায় মোট ৫টি উৎপাদন কারখানা রয়েছে এই সংস্থার এবং ভারত ও ভারতের বাইরে মোট ৮টি সহকারী সংস্থার মাধ্যমে ব্যবসা পরিচালনা করে থাকে। প্রিমিয়ার এনার্জিস সংস্থার গ্রাহকদের মধ্যে টাটা পাওয়ার সোলার, এনটিপিসি, প্যানাসনিক লাইফ সলিউশনস, শক্তি পাম্পস, মাধব ইনফ্রা প্রজেক্টস ইত্যাদি সংস্থা রয়েছে।
আরও পড়ুন: Gold Price: সপ্তাহান্তে সোনা কিনতে টান পড়বে পকেটে ? আজ কত দর চলছে সোনার ?