সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বারাসাত হাসপাতালের দায়িত্ব নিতে গিয়ে পরপর দু'দিন বিক্ষোভের মুখে পড়লেন নতুন অধ্যক্ষ সুহৃতা পাল। এদিনও আর জি কর মেডিক্যালের সদ্য প্রাক্তন অধ্যক্ষকে ঘিরে উঠল ‘গো ব্যাক স্লোগান’। এও বলা হয়, আর জি করের জঞ্জাল এখানে ফেলা যাবে না  হাসপাতাল চত্বরে বিক্ষোভ হলে, রোগী পরিষেবায় সমস্যা হতে পারে, এ কথা জানিয়ে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। 


গতকালও হাসপাতালের গেটের মুখে পোস্টার হাতে সুহৃতা পাল-বিরোধী স্লোগান দিতে শোনা যায় এলাকাবাসীদের একাংশকে। 'বারাসাতে চক্রান্তকারী প্রিন্সিপাল চাই না' বলে পোস্টারে লিখে দেখানো হয় বিক্ষোভ। এর আগে আর জি কর মেডিক্যালে অধ্যক্ষের দায়িত্বভার নিতে গিয়ে প্রথম দিনই ঘেরাও হন সুহৃতা পাল। 


আর জি কর মেডিক্যালের আন্দোলনরত চিকিৎসকদের দাবি মেনে গত বুধবারই, ওই হাসপাতালের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হয় সুহৃতা পালকে। তবে সরকারি নির্দেশ মেনে বারাসাত মেডিক্যাল কলেজের দায়িত্ব নিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল তাঁকে।


শুক্রবার হাসপাতালের গেটের মুখে পোস্টার হাতে সুহৃতা পাল-বিরোধী স্লোগান দিতে শোনা গেল এলাকাবাসীদের একাংশকে। 
'বারাসাতে চক্রান্তকারী প্রিন্সিপাল চাই না' বলে পোস্টারে লিখে দেখানো হল বিক্ষোভ। বারাসাতের বিক্ষোভকারী ও বাসিন্দারা বলেন, 'আমরা বারাসাত হাসপাতালকে ন্যক্কারজনক অবস্থা তৈরি করতে চাইছি না। আমরা সুহৃতা পালকে এখানে কোনও মুহূর্তে চাই না। ভাঙচুরের সময় উনি ওখান থেকে পালিয়েছেন এবং তাঁকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। কেন তাঁকে বারাসাতে পাঠানো হল?আমরা তাঁকে চাইছি না।' 


উল্লেখ্য, আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা সামনে আসার পর চাপের মুখে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সরিয়ে দেয় রাজ্য সরকার। সন্দীপ ঘোষের জায়গায় সুহৃতা পালকে আর জি কর হাসপাতালের নতুন অধ্য়ক্ষ করার পর তাঁকে ঘিরেও আছড়ে পড়ে ক্ষোভ। উত্তপ্ত পরিস্থিতিতে স্বাস্থ্য ভবন থেকে সেই সময় দায়িত্ব সামলাচ্ছিলেন সুহৃতা পাল, যা নিয়েও তৈরি হয় অসন্তোষ।


বুধবার স্বাস্থ্য ভবন অভিযানের সময় এই নিয়ে প্রশ্নও তোলেন আন্দোলনকারী চিকিৎসকরা। বুধবার রাতেই সুহৃতা পালকে আর জি মেডিক্যালের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে বহাল করা হয় বারাসাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে। যদিও তাঁকে বারাসাত হাসপাতালের অধ্যক্ষ হিসাবে মানতে নারাজ পড়ুয়া থেকে এলাকাবাসীদের একাংশ।


এক বিক্ষোভকারী এও বলেন, 'আমরা বারাসাতের মতো একটা হাসপাতালকে এই শহরে আর জি কর হতে দিতে চাই না। আমরা সুহৃতা পালের পদত্যাগ অবশ্যই দাবি করব। আমরা বারাসাত হাসপাতালে চাই না তাঁকে।' 


এর আগে বারাসাত হাসপাতালের দায়িত্ব সামলেছেন মানসকুমার বন্দ্যোপাধ্যায়। যাঁকে বর্তমানে আর জি কর মেডিক্যালের অধ্যক্ষ পদে বসিয়েছে স্বাস্থ্য ভবন।


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে