SRM Contractors IPO : আগামী সপ্তাহেই বাজারে আসবে একটি নতুন আইপিও। ২৬ মার্চ লঞ্চ হবে এই আইপিও। জানা গিয়েছে ১০ টাকা ফেসভ্যালুর এই আইপিওর প্রাইসব্যান্ড রাখা হয়েছে ২০০ টাকা থেকে ২১০ টাকা। ২২ মার্চ অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য অ্যালটমেন্ট দেওয়ার কথা ছিল এই সংস্থার আর সেই কথামত আজ আইপিও আসার আগেই অ্যাঙ্কর বিনিয়োগকারীদের কাছ থেকে ৩৯ কোটি টাকা সংগ্রহ করেছে এই সংস্থা। আই আইপিওতে বিনিয়োগে লাভ হবে ? তাঁর আগে দেখে নিন আইপিওর (SRM Contractors IPO) কিছু গুরুত্বপূর্ণ তথ্য।


SRM Contractors আইপিওর ফ্লোর প্রাইস এর ফেসভ্যালুর ২০ গুণ এবং এর ক্যাপ প্রাইস ফেসভ্যালুর ২১ গুণ। এর পিই অনুপাত ৩২.১৫। ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সংস্থার মোট সম্পদের উপর রিটার্ন এসেছে গড়ে ২৮.২ শতাংশ। এই আইপিওর (SRM Contractors IPO) লট সাইজ হল ৭০টি শেয়ারের। অর্থাৎ যিনি বিনিয়োগ করতে চাইছেন, তাঁকে সর্বনিম্ন ৭০টি শেয়ারের একটি লট একবারে কিনতে হবে। অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ, যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ এবং খুচরো বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ শেয়ার বরাদ্দ করা হবে বলে জানা গিয়েছে।


 SRM Contractors আইপিওর অ্যালটমেন্ট ডেট রাখা হয়েছে আগামী সোমবার ১ এপ্রিল। ২ এপ্রিল সংস্থার পক্ষ থেকে রিফান্ড প্রক্রিয়া শুরু করা হবে। আর সেই দিনেই যোগ্য বিনিয়োগকারীদের ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার স্থানান্তর করা হবে। ৩ এপ্রিল তারিখে SRM Contractors-এর শেয়ার NSE এবং BSE-তে তালিকাভুক্ত হবে।


এই SRM Contractors সংস্থা মূলত ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশান ও ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত আছে। তবে এর প্রধান কাজ হল হাইওয়ে, ব্রিজ, টানেল ইত্যাদি নির্মাণ করা। জম্মু কাশ্মীর ও লাদাখের বেশ কিছু অঞ্চলে এই সংস্থার তত্ত্বাবধানেই কনস্ট্রাকশান হচ্ছে।


SRM Contractors-এর আইপিওর মাধ্যমে বাজারে নতুন ১৩০.২০ কোটি টাকা মূল্যের ৬২ লক্ষ ইকুইটি শেয়ার আনা হবে। এক্ষেত্রে কোনও অফার ফর সেলের সুযোগ থাকছে না। আইপিও আসার আগেই অ্যাঙ্কর বিনিয়োগকারীদের কাছ থেকে ৩৯ কোটি টাকা সংগ্রহ করে নিল এই সংস্থা। তিনজন অ্যাঙ্কর বিনিয়গকারীর কাছে ১৮,৫৯,৯০০ ইকুইটি শেয়ার ২১০ টাকার প্রাইসব্যান্ডে বিক্রি করেছে SRM Contractors।  


(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Dividend Stocks: এবার সস্তায় মিলবে শেয়ার, মিলবে ডিভিডেন্ডও- কোন সংস্থার শেয়ারে ?