কলকাতা: 'দিব্যি ছিলেন খোশমেজাজে...' হঠাৎ বিপত্তি। চোখ থেকেই চুরি গেল প্রিয় রোদচশমা! তারপরে? সোশ্যাল মিডিয়ায় নিজের 'বিপত্তি'-র কথা এক্কেবারে ভিডিও করে শেয়ার করে নিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)! ঠিক কী হয়েছে তাঁর? 


সোশ্যাল মিডিয়ায় আজ একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন মিমি। সেখানে দেখা যাচ্ছে গোটা ঘটনাটাই। ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে, পাঁচিলের ওপরে বসে রয়েছে একটি বাঁদর। তারই ভিডিও করেছিলেন মিমি। হঠাৎ, পাঁচিল থেকে লাফ মেরে এসে মিমির চোখ থেকে তাঁর প্রিয় সানগ্লাসটা ছিনিয়ে নিয়ে সেই বাঁদর, তারপরেই শোনা পাঁচিলে। মিমিকে বলতে শোনা যায়, 'একি এটা কোনও খাবার জিনিস নাকি যে চোখ থেকে খুলে নিলি'। এরপরে ভিডিওতে দেখা যায়, হাতে খাবার নিয়ে মিমি কার্যত পিছন পিছন ঘুরছেন সেই বাঁদরের। লক্ষ্য একটাই, প্রিয় রোদচশমা ফেরত পাওয়া। শেষমেষ উদ্দেশ্যে সফল হন মিমি। খাবার নিয়ে বাঁদর ফেলে যায় সেই রোদচশমা। প্রিয় জিনিস ফিরে পেয়ে হাসি ফেরে মিমির মুখে। 


সোশ্যাল মিডিয়ায় মিমির এই মজার ভিডিওর কমেন্টবক্সও নেহাৎ কম মজার নয়। অনেকেই হাসির ইমোজি দিয়েছেন, অনেকে আবার অবাক হয়ে লিখেছেন 'একি একি'। অনেকে আবার জানিয়েছেন, বৃন্দাবনে এমনটাই হামেশাই হয়, জিনিস ফেরতও পাওয়া যায়। তবে সাবধানে।' অনিন্দ্য চট্টোপাধ্যায় থেকে শুরু করে স্বস্তিকা দত্ত, অনেকেই মজার মন্তব্য করেছেন মিমির কমেন্টবক্সে। প্রসঙ্গত, পরিবারের সঙ্গে বৃন্দাবন ঘুরতে গিয়েছেন অভিনেত্রী। 


সামনেই বাংলাদেশের নতুন ছবিতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে। শাকিব খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। ছবির নাম 'তুফান'। তবে কেবল মিমি নন, এই ছবিতে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নাবিলা (Nabila)-ও। এটিই প্রথম মিমির ওপার বাংলার ছবি। খুব তাড়াতাড়িই শুরু হবে ছবির শ্যুটিং।


 






আরও পড়ুন: Mithun Exclusive: চুল কেটে, মেকআপ ছাড়াই শ্যুটিং, মিঠুনদা চলে আসেন সময়ের আগেই: রাজ | ABP Ananda Live


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।