NCPI : UPI ব্যবহারকারীদের জন্য সুখবর। এবার লেনদেনের সীমা আরও বাড়াল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। তবে সবার জন্য দেওয়া হয়নি এই সুবিধা। বেশি টাকার ডিজিটাল পেমেন্টকারীদের (Digital Payment) সহজে টাকা পাঠানোর জন্য এই সুবিধা দেওয়া হচ্ছে।
কবে থেকে পাবেন সুবিধান্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) বিভিন্ন বিভাগের জন্য ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) লেনদেনের সীমা বৃদ্ধির ঘোষণা করেছে। আগামী ১৫ সেপ্টেম্বর, ২০২৫ থেকে কার্যকর হবে এই নতুন লেনদেনের সীমা। এই পরিবর্তনগুলি ব্যক্তি ও ব্যবসার ক্ষেত্রে বিমা প্রিমিয়াম, মূলধনী বাজার, ক্রেডিট কার্ড বিল, ভ্রমণ ও সরকার-সম্পর্কিত লেনদেনের মতো ক্ষেত্রে বৃহত্তর টাকা লেনদেন করার অনুমতি দেবে।
কাদের ক্ষেত্রে কত টাকা সর্বোচ্চ লেনদেনের সীমানতুন কাঠামোর আওতায় কর জমা ও অন্যান্য বেশি টাকার লেনদেনের সঙ্গে যুক্ত বিভাগগুলির জন্য প্রতি লেনদেনের সীমা ৫ লক্ষ টাকা করা হয়েছে। যেখানে এই বিভাগের বেশিরভাগের জন্য দৈনিক মোট সীমা ১০ লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। প্রত্যেক বিভাগের ওপর নির্ভর করে এই টাকার সীমা রাখা হয়েছে। সারা দেশে UPI-এর ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতাকে আরও সাপোর্ট করার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে NPCI ।
এই নিয়ে কী বলছে NPCI এই লেনদেনের সীমা বৃদ্ধির বিষয়ে NPCI বলেছে, “UPI পছন্দের পেমেন্ট পদ্ধতি হিসেবে উঠে আসার সঙ্গে সঙ্গে এর প্রতি লেনদেনের সীমা বৃদ্ধির বাজারে চাহিদা ক্রমশ বাড়ছিল। এই পদক্ষেপ ব্যক্তি ও ব্যবসা উভয়ের জন্যই বড় মূল্যের পেমেন্টের প্রক্রিয়ায় সাহায্য় করবে।”
বর্ধিত সীমাগুলি এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে প্রযোজ্য মূলধনী বাজার ও বিনিয়োগের ক্ষেত্রে : প্রতি লেনদেনে ৫ লক্ষ টাকা, দৈনিক ১০ লক্ষ টাকা
বিমা জমা : প্রতি লেনদেনে ৫ লক্ষ টাকা, দৈনিক ১০ লক্ষ টাকা
সরকারি ই-মার্কেটপ্লেস (GeM) লেনদেন: প্রতি লেনদেনে ৫ লক্ষ টাকা, দৈনিক ১০ লক্ষ টাকা
ভ্রমণের জন্য টাকা : প্রতি লেনদেনে ৫ লক্ষ টাকা, দৈনিক ১০ লক্ষ টাকা
ক্রেডিট কার্ডের টাকা : প্রতি লেনদেনে ৫ লক্ষ টাকা, দৈনিক ৬ লক্ষ টাকা
কালেকশন বিজনেস বা মার্চেন্টের টাকা : প্রতি লেনদেনে ৫ লক্ষ টাকা, ব্যবসায়িক টাকার জন্য কোনও দৈনিক সীমা নেই
গয়না কেনা : প্রতি লেনদেনে ৫ লক্ষ টাকা, দৈনিক ৬ লক্ষ টাকা
BBPS এর মাধ্যমে বিদেশি মুদ্রার খুচরো বিক্রি : প্রতি লেনদেনে দৈনিক ৫ লক্ষ টাকা
ডিজিটাল অ্যাকাউন্ট খোলা ও প্রাথমিক তহবিল: প্রতি লেনদেনে ৫ লক্ষ টাকা, প্রাথমিক তহবিলের জন্য দৈনিক ২ লক্ষ টাকা
তবে, পিয়ার-টু-পিয়ার (P2P) UPI লেনদেন বর্তমান সীমা ও স্ট্যান্ডার্ড UPI পেমেন্টের নিয়ম মেনেই চলবে। প্রতি লেনদেনের সর্বোচ্চ সীমা ১ লক্ষ টাকা পর্যন্ত থাকবে।